নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

তুমিও একদিন মানুষ হতে চেয়েছিলে, বিচ্ছিন্নতায়।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১


[আজকের দিনে যাকে মৃত বলছি, তিতুমীর কলেজের ছাত্র মৃত রাজিবের প্রতি।]
তুমিও একদিন মানুষ হতে চেয়েছিলে, বিচ্ছিন্নতায়।

তোমার হাত ছিল
সুন্দর মুখের যে অবাক চাহনি-
বিশ্বাস করো,
এই সমাজ, প্রতিহিংসায় তোমার বেড়ে উঠা।

তুমিও বুঝি একদিন মানুষ হতে চেয়েছিলে?

প্রতিদিনকার বিস্মৃত সময়, কাল সে তো যাচ্ছে চলে,
ফেরাবার ক্লান্তি নেই;
সেই নিত্যদিনকার জঞ্জালে ভরা আমাদের গণ্ডগোলের শহরে
তুমিও একদিন মানুষ হতে চেয়েছিলে।

ভীষণ রৌদ্রমাখা পিচে চলেছে যে রাজপথ

আমাদের গণ্ডগোলে ভরা শহরে
তুমি মানুষ চেয়েছিলে।

তুমি মানুষ হতে চেয়েছিলে বিচ্ছিন্ন এক দেহের চেয়ে
অনেক বেশী বিচ্ছিন্ন এক শহরে।

অথচ একটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে লীন হলে,
সেই শহরের সভ্যতার চেয়ারটাতে
যারা আজো বসে আছে বিচ্ছিন্নতায়,

তারাও বুঝি মানুষ অথবা মানুষ হতে চায়?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


রাজীব প্রশ্ন ছুঁড়ে দিয়েছে? উত্তর আছে আপনার কাছে?

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

মারুফ তারেক বলেছেন: যারা বসে আছে ক্ষমতা নিয়ে তাদের কাছে?

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:


রাজীবের জন্য মনটা কাঁদে। একটা স্বপ্ন, একটা দুঃখী মায়ের আহাজারি কে দেখবে? এ অনিয়ম, অসুস্থ প্রতিযোগিতা কবে শেষ হবে?

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

মারুফ তারেক বলেছেন: এরকম ঘটনাগুলো আমাদেরকে কাঁদায়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কতোটা সহজ মৃত্যু আর কতোটা গণ্ডগোলে বাস করছি আমরা।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: বিশ্বাস করুন দু'দিন পর নগরবাসী রাজীবকে ভুলে যাবে।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

মারুফ তারেক বলেছেন: আপসোস কিছুই করতে পারছি না। যারা বসে আছে ক্ষমতা নিয়ে তারা?

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভয়াবহ ঝুঁকি আর দুঃস্বপ্নের ভিতর দিয়ে শহরে যাপন করছি আমরা। কখন কে কি পরিস্থিতে পড়ি।
সেই নিত্যদিনকার জঞ্জালে ভরা আমাদের গণ্ডগোলের শহরে রাজিবের করুণ পরিণতি আমাদের ভাবিত করে, বিবমৃষায় অস্থির হই অহর্নিশি।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

মারুফ তারেক বলেছেন: কবে ঠিক আমরা আমাদের অধিকার পাব, মানুষ হিসেবে বেঁচে থাকবার, ভালো থাকবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.