নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

একটি তুলনামূলক কথোপকথন

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭



আমিও বিকেলের রোদ্দুরে হারিয়ে যাবো একদিন;
পথ আর পথিকের ক্লান্তি নিয়ে বুকের ভেতরের তৃষ্ণায় আমার সন্ধ্যা নামে।

কাকলির বন হতে যাবো আমি বিরান ভূমি--
শূন্য প্রান্তর।

অথচ হু হু করে আমার বয়স বাড়ছে;
আমার শরীরে দুরন্ত কৈশরে পাড়া বেরিয়ে আসবার ক্লান্তি,
হাঁটুর ভেতর কাঁটায় লাগা দাগ।

বয়স বাড়ছে-
আমি উৎসাহ নিয়ে গাইছি যৌবনের গান,
প্রেমিকার চোখের সহস্র স্বপ্ন
নীরব ক্লান্তি, আলোহীন দিশা, অহংকার।

যৌবনে এসেছে নারী, বেঁচে থাকবার সংগ্রামে
মাথার ভেতরে হাওয়া হয়েছেন মার্ক্স;
নিরন্তর পড়ে চলেছি আলবেয়ার ক্যামু;
ফ্রয়েডের যৌনতায়
আমার শরীরে ভীষণ অত্যাচার।

শারীরিক মৃত্যু জেনেও আমি বারবার নেশাতুর অমরত্ব চেয়েছি;
দেবতার মুখ থেকে ছিনিয়ে নিতে চেয়েছি অমৃত সুধা।

যেদিন আমার মুখ ফেরে দাড়ি বেরুলো,
আমি যেন আদিম মানুষ হলাম উঠলাম;
সেই পুরাতন আদিমতায় মানুষ হতে শেখাবে রাষ্ট্র, শেখাবে ধর্ম, শেখাবে দর্শন।

আমি মানুষ হয়ে উঠেছি;
প্রতিদিনকার সকাল বিকেল অফিসের রূঢ়তায় আমার চোখে অন্তিম কালির দাগ,
হৃদয়ে পূর্বতন অহংকার নিয়ে বেড়ে উঠছে ক্ষত।

বয়স বাড়ছে-
মুখের দাড়ি, মাথার চুলের শুভ্রতায়
আমি আরো মানুষ হয়ে উঠছি;
ম্রিয়মাণ হয়ে পড়ছি কালের নিস্তব্ধ গতিশীলতায়।

সমস্ত দিনের ক্লান্তি নিয়ে পৃথিবীর বুকে নামছে অন্ধকার--
সেই অন্ধকারে স্নান করবো বলে আমি অপেক্ষা করছি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

তারেক ফাহিম বলেছেন: কবিতা ভালো হয়েছে +
শুভ ব্লগিং

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ,
শুভকামনা জানবেন।

২| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

নীল মনি বলেছেন: খুব ভালো লেখা :)

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
শুভকামনা জানবেন

৩| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

৪| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর অনুভবের কবিতা। ভাল লাগল।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:১৮

মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো। প্লাস।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩

মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.