নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবর্তহীন সময়ে অন্য প্রেমিকাকে নিষ্পলক হতে দেখেছি,
আবর্তহীন সময়ে থমকে যেতে দেখেছি ঘোর অন্ধকারে।
দেয়ালে ছেয়ে গেছে বিজ্ঞাপন-
একটি সবুজ সকাল কিনবো বলে
আমার হৃদয়কে বিক্রি করবো ভালোবাসার দামে।
চাল নেই চুলো নেই তাকে
কখনো হেরে যেতে দেখেছো?
তাম্রলিপিতে নিজের নাম মুছে লিখেছো কি কখনো প্রায়শ্চিত্ত?
যাক সে কথা-
আমার দশরথের ঘোড়া নেই,
নেই সামান্ত সাম্রাজ্যবাইজেন্টাইন অথবা মুঘল;
আমার নেই সুপ্রাচীর ঘেরা হীরকের মীনার ।
শুধু চেয়ে দেখো, করবো কাকে দান আমি এ খন্ড হৃদয় ইতস্তত ভাঙনশীল আমার স্বপ্নাকাঙ্ক্ষা?
ব্রজবুলি ভুপেন বলেছিলঃ
পৃথিবীর পথে হেঁটে হেঁটে হারিয়ে যাবো একদিন,
আমাকে খুঁজে পাবে না কেউ।
অথচ কার এতো দায় পড়েছে বলো?
কার এতোটা অর্তনাদ?
নতুন পাতায় মলাট বানিয়েছি,
লিখেছি পদ্মপাতায় নাম-
সময় পেলে আমার নামের অক্ষরগুলো মুছে দিও
মুছে দিও, ভুলে যাবার অবসরে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
ঠিক করে দিচ্ছি
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো,
শুভ কামনা...
প্রাশ্চিত্ত না প্রায়শ্চিত্ত হবে