নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইস্তানবুলের রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষটি ইস্তানবুলকে আবিষ্কার করে ফেললেন। লিখে ফেললেন 'ইস্তানবুল', লিখলেন 'মাই নেম ইজ রেড'। উপন্যাস লিখার জন্য সাহিত্যে নোবেল বিজয়ী এই লোকটির নাম ওরহাম পামুক।
উনত্রিশ বছর বয়স্ক একজন সাধারণ মানুষ হারুকি মুরাকামি বাস্কেটবল খেলা দেখছেন। বাস্কেটবল খেলা দেখতে দেখতে তার মনে হল, তার উপন্যাস লিখা উচিত। ইনিই সেই ব্যক্তি যে কিনা জাপানী সাহিত্যে নতুন একটা ট্রেন্ড এনে দিয়েছেন। লিখেছেন বেস্টসেলার বই। এটাই বোধয় প্রতিভা।
লোকটিকে কেন যেন আমি গেবু দা নামে ডাকি। নাম তার গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তিনি ফান্সজ কাফকার গল্প পড়ছিলেন। পড়তে পড়তে তার মনে প্রশ্ন জাগল, মানুষ এতো সুন্দর গল্প কীভাবে লিখে?
ব্যস তিনিও লিখতে বসে গেলেন। শুধু লিখেনইনি, লিখেছেন 'দ্য হানড্রেড ইয়ার্স অফ সলিটিউড' অথবা 'নিষঙ্গতার একশো বছর'। ১৯৮২ সালে যার জন্য নোবেল পেলেন গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ।
আসলে প্রতিভা কী জিনিস? এটা খায় না মাথায় দেয়?
নাম নিচ্ছি আলবার্ট আইনস্টাইন। পেটেন্ট অফিসের একজন কেরানী ছিলেন। যিনি কিনা সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি'র জন্য অবেদন করে প্রত্যাখ্যাত হন। তিনি হঠাৎ একদিন কী নিয়ে কথা বললেন যে, তাবৎ বিজ্ঞান সমাজের লোকেরা কেউই তার কথা বুঝেন না! তিনি দিলেন দ্য থিউরি অব রিলেটিভিটি তত্ত্ব। তিনি বললেন মহাকর্ষীয় তরঙ্গের কথা, যা তিনি বলার একশো বছর পরে আমরা এর সন্ধান পেয়েছি! বারবার প্রমাণিত হয়েছে, মহাবিশ্ব সম্পর্কে এই মানুষটির চাইতে বেশী অন্য কেউ জানতো না।
প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে; কেউ তার সন্ধান পায়, কেউ পায় না। প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষই এক একটি অনন্য সৃষ্টি। তবে এক্ষেত্রে অবশ্যই প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই পরিশ্রম প্রতিভাকে ছাড়িয়ে যায়। কেননা পৃথিবী জয় করার প্রতিভা নিয়ে আপনি ঘুমিয়ে থাকলে তো কোন কাজ হবে না। এরিস্টটলের কথায়ই কথা মেলানো যাক- "সফলতার ২ ভাগ প্রতিভা, আর বাকী ৯৮ ভাগই কঠোর পরিশ্রম।"
সে যাই হোক ব্যর্থতা কোন বিষয়ই নয়, কেননা সফলতার নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। প্রত্যেকটি মানুষেরই উদ্যম আছে, আছে বিশ্বকে দেখানোর শক্তি।
শেষ করছি আইনস্টাইনের উক্তি দিয়ে-
"Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live it's whole life believing that it is stupid."
মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
ভালোবাসা নিবেন
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা +
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২০
পুলহ বলেছেন: মানিক বন্দ্যোপাধ্যায় এর এরকম একটা কথা আছে সম্ভবত যে- কোন কাজে কারো সহজাত দক্ষতাটাই সে কাজে তার প্রতিভা...
ওরহান পামুক, গেবু দা এবং হারুকি মুরাকামির কথা জেনে ভালো লাগলো। ছোট হলেও গোছানো পোস্ট।
অনেকদিন বাদে বোধহয় গদ্য লিখলেন, আমার ভুল না হয়ে থাকলে- মাধে দিয়ে কবিতা লিখা শুরু করেছিলেন বোধহয়।
ভালো আছেন তারেক ভাই আশা রাখি। শুভকামনা সব সময়ের জন্য!
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮
মারুফ তারেক বলেছেন: হ্যা পুলহ ভাই, কিছুদিন কবিতা লিখেছি।
ভালো আছি আপনাদের দোয়ায়।
ভালোবাসা নিবেন
৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
শায়মা বলেছেন: খুব ভালো লেগেছে লেখাটা ভাইয়া!
ছবিটাও খুব সুন্দর!
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
শুভকামনা জানবেন।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
জিপ্রাইম বলেছেন: ভালো লাগলো লেখা টা পড়ে
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
রাতুল_শাহ বলেছেন: আমার প্রতিভা আছে কিনা সেটা খুব খুঁজি। পাই না।
আমি নিশ্চিত আমার কোন প্রতিভা নেই।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
মারুফ তারেক বলেছেন: নিশ্চিত হলেন কীভাবে?
জানাবেন কিন্তু
৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
জাহাজী বলেছেন: আমার বন্ধু বলে, "প্রতিভা যারে চুলকায় তারে অমর কইরা ছাড়ে।"
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭
মারুফ তারেক বলেছেন: সেটাই
প্রতিভা বিষয়টাই কেমন যেন, উড়ে এসে জুড়ে বসে। কত মানুষজন সমস্ত জীবন শেষ করে দিল.. অথচ
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩
রাতুল_শাহ বলেছেন: সবদিকে পা ফেলেছি- কোনদিকে আর আগাইতে পারি নাই।
এখন বসে বসে মানুষের প্রতিভা দেখি
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬
মারুফ তারেক বলেছেন: বসে বসে মানুষের প্রতিভা দেখাও একটা প্রতিভা,
আমি মনে করি আমি যে মানুষ হিসেবে জন্ম নিয়েছি এটাই আমার প্রতিভা। আমি আমার বাবা মায়ের প্রতি, আমার সৃষ্টিকর্তার প্রতি খুবই কৃতজ্ঞ।
ফ্রি এডভাইস-
আশা রাখেন ভাই।
শশাঙ্ক রিডেম্পশন মুভির একটা ডায়ালগ আছে-
Hope is a good thing, maybe the best of all things, and no good thing ever dies.
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১
রাতুল_শাহ বলেছেন: বেশ কয়েকবার দেখেছি। প্রিয় মুভি।
প্রতিভা খুঁজে পাওয়ার আশা কখনও করি না।
তবে ভালো কিছুর আশা সবসময় করি।
আশায় জীবন, আশা থাকলে ভালবাসাও থাকবে।
১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
মারুফ তারেক বলেছেন: হাত মেলান ভাই
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:০০
ফাহমিদা বারী বলেছেন: লেখাটি পড়ে মনে হলো, থিওরি অব পফিটিভিটি।
''প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষই এক একটি অনন্য সৃষ্টি। তবে এক্ষেত্রে অবশ্যই প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই পরিশ্রম প্রতিভাকে ছাড়িয়ে যায়। কেননা পৃথিবী জয় করার প্রতিভা নিয়ে আপনি ঘুমিয়ে থাকলে তো কোন কাজ হবে না।''
কথাগুলো মন ছুঁইয়ে গেল। শুভকামনা লেখকের জন্য।
১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ ফাহমিদা বারী
আপনিও শুভকামনা জানবেন, মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:০১
ফাহমিদা বারী বলেছেন: পজিটিভিটি।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৮
মহা সমন্বয় বলেছেন: প্রতিভা যে কি জানিস তা এখনও আমি নিজেই বুঝতে পালাম না।
১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
মারুফ তারেক বলেছেন: পৃথিবীতে এসে কিছুই তো বুঝলাম না।
কবেই যেন বড় হয়ে গেলাম, বয়স বেড়ে গেল।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা এবং মন্তব্য গুলোও ভালো লেগেছে। ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালোবাসা নিবেন
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার লেখা পড়ে অনেকে অনুপ্রাণিত হতে পারে, তার মধ্যে আমিও একজন।