নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃতদের শরীর, ভীষণ ঘুমে আক্রান্ত পৃথিবীর মানুষেরা-
যুদ্ধের মিসাইল শব্দ সাইক্লোনের বজ্র নিনাদে শিশুর ক্রন্দন সময়ের ঘোর ব্যস্ততা,
সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা,
সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা;
আহা পুঁজিবাদী দাস নিজেকে স্বাধীন ভাবে।
বলে, আই এ্যম ইন্ডিপেনডেন্ট!
মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে খুব,
স্বাধীনতার মানে বুঝো?
আমরা বলেছি-
আশাহীন পৃথিবী, সফলতা সংজ্ঞাহীন, নষ্ট সভ্যতা-রাষ্ট্রযন্ত্র-মানুষ।
অথচ ওরা বলো আমরা নাকি ধ্বংসবাদী,
শুধুমাত্র বিরুদ্ধাচরণ করতে শিখেছি; ব্যর্থ হতে শিখেছি।
যেখানে পৃথিবী নামের গ্রহটা চক্কর পারতে পারতে ক্লান্ত হয়ে যায়,
কৃষ্ণবিবরের অনন্ত নীলে শুষে নেয় আলোকের প্রতিটি কণা,
প্রত্যেকটি সকালে পূর্ববর্তী রাত্রিগুলো মৃত্যুমুখে পতিত হয় শ্মশানে
মানুষ বাঁচে আশায়, ভীষণ স্বপ্নের মাদকতায়;
অতএব, আমি কেমন করে ধ্বংসবাদী?
যখন জীবনের কথা বলি,
বেঁচে থাকার কথা বলি, স্বাধীনতার কথা বলি।
বলি সভ্যতার শেকল ফেলে মানুষ এখনো বাঁচতে শেখেনি,
হয়তো শুনেনি জন্ম মৃত্যুর শব্দ কানে বাজে ধীর আবেশে
মুক্তি দেবে বলে,
মুক্তি দেবে বলে
মৃত্যুকে মুক্তি ভেবে নিদ্রায় যাবে একদিন, নিদ্রায় যাবে বলে...
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ খুব
ভালো থাকবেন
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২
কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ এখনো শেকল থেকে বের হয়ে বাঁচতে শেখে নি । যারা শিখেছে তারা অমর হয়েছে ।
কবিতা ভাল লেগেছে ।
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ শুভকামনা জানবেন
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
কানিজ ফাতেমা বলেছেন: দারুন লিখেছেন । শ্বাস্বত ....।
শুভ কামনা ।
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
মারুফ তারেক বলেছেন: আপনিও শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৯
ধ্রুবক আলো বলেছেন: মুক্তি দেবে বলে
মৃত্যুকে মুক্তি ভেবে নিদ্রায় যাবে একদিন, নিদ্রায় যাবে বলে...
++++
খুব ভালো লাগলো পড়ে, বেশ টাইপো আছে,,,,
শুভ কামনা....