নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

কোন গল্প লিখছি না

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯


গ্লাস ভর্তি মদ নিয়ে বসে আছি
ফিকে সভ্যতা আরো ফিকে হোক,
লীন হোক দিনান্তে।
আমি একটা স্বপ্ন বুনেছি, সারাসারি বৃক্ষ সমারোহে নিশ্চিত মাতালের স্বপ্ন,

ওরা মানুষ মেরেছে ধর্মের কথায়, ওরা মানুষ মেরেছে মানুষের কথায়!
গ্লাস ভর্তি মদ নিয়ে বসে আছি এক তীব্র এ্যলকোহলিক বেদনায়;

সেদিন এক কিশোরীকে দেখেছি
কচি মাংসের স্বাদ বুঝতে চেয়েছে নষ্ট পুরুষ, পিপের হালখাতায় কিশোরী ভ্রষ্টা হয়েছে!
হায় আমার সম্রাট, আমি ঈশ্বরের কাছে বিচার চাইব কেন?
হাইকোর্ট ল সব বুঝি অকার্যকর?
সবগুলো পুরুষ বুঝি নপুংসক?
সবগুলো শাসক বুঝি নীরব ঘাতক?
সবগুলো সমাজ বুঝি নষ্ট?
হায় কোথায় এসে পড়েছি সভ্যতা?
শহরের অলিতে গলিতে ক্রন্দনরোল বস্তিতে মানুষ শিশু;
অথচ লোলুপ দৃষ্টিতে কোন কামুক পুরুষ চুষে নেয় স্তন যোনিপথ সমগ্র ক্ষুধাতুর পুঁজিবাজার;
হায় আমার সম্রাট,
এক গ্লাস মদ নিয়ে বসে আছি তীব্র বেদনায়-
সিলিং এ ঝুলছে ফ্যান, জানি চিরকাল ভীতু মানুষেরা আত্মনাশ করে, দ্রুত ঝুলে যায় স্থির শরীরে;
অথচ সভ্যতা শিখিয়েছে কীভাবে প্রতিদিন একটু একটু করে বিষ পান করতে হয়, একটু একটু করে কুঁজো পিঠকে আরো কুঁজো করতে হয় শাসনতন্ত্রে।
একগ্রাস মদ নিয়ে বসে আছি,
জানালার বাইরে দূর হলুদ বাতি ক্রমে ক্ষীয়মাণ;
আমি শুনছি কোন দূর পতিতাপল্লীর শব্দ,
কোন সাহেব শখ করেছেন, লকলকিয়ে উঠছে শরীর বিন্দু বিন্দু ঘাম, প্রস্থান করছে ধীর স্থির তিন লক্ষ সন্তান;
আরো দূরে বাতাবিলেবুর গন্ধ, মোদের গরব মোদের আশা পড়ে চলেছে হতদরিদ্র কৃষকের সন্তান,
সংবিধান বলেছে শিক্ষা আমাদের অধিকার, মৌলিক চাহিদা!
আমি দেখেছি ষ্টেশনে কুলি শিশু, বাসে হোটেলে
শিশুরাও শ্রমিক হতে জানে;
তবু কোথায় খাবার, কোথায় কার জন্য শিক্ষা? রাষ্ট্রের সামর্থ্য নেই!

তাই একগ্লাস মদ নিয়ে বসে আছি
একগ্রাস মদ নিয়ে বসে আছি,
উগড়ে দিব নষ্টার শরীরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক সুন্দর। স্যালুট বস।

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.