নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভীষণ বেঁচে থাকব আমি
প্রতিদিন মহাবিশ্বের একরাশ বিস্ময়ে
মৃত্যু দেবতার মুখে ছাই দিয়ে বেঁচে থাকব আমি;
প্রত্যুষে সূর্যের রোদে রহস্যময়ী অন্তর্ভেদী নারীর শরীরে ভীষণ আবাক,
বারেবার তোমাকে দেখে বিস্ময়ে তাকাবো মানুষের পৃথিবীতে;
সদূর মাদাগাস্কারের দেশ আফ্রিকা হতে ইন্দোনেশিয়ার আঠারো হাজার দ্বীপে
সবুজ ছায়ায় অন্ধকারে পদ্মার নিঝুম আকাশে
অনন্তকাল বেঁচে থাকবো আমি;
কখনো বিষণ্ণ বিকেল অথবা সবুজ সন্ধ্যায়
শহরের অবহেলিত রাস্তার মোড়ে চায়ের দোকানে আড্ডায়
তুমুল তর্কে বেঁচে থাকব আমি।
পৃথিবী থেকে মানুষ, চৈনিক থেকে আধুনিক সভ্যতায়
অনন্তকাল সায়মন গারফুনকেলের গানে বেঁচে থাকবো আমি;
কখনো ব্যস্ততায় ডানা হীন জানালায় উনিশশো সালে বেঁচে থাকবো আমি;
মৃত্যুর আগে প্রিয়তমার চোখে
আরো কিছুদিন বেঁচে থাকবো আমি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪
মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০
ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে। সুন্দর এই কবিতাটির জন্য ধন্যবাদ ।