নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কেন সমাজতন্ত্র চাই, তা বলে শেষ করা যাবে না। এটা ঠিক অনেকটা এরকম যে আমরা কেন বেঁচে থাকি।
গণতন্ত্র তার সংজ্ঞা এবং কাজে পরস্পর বিরোধী। পুঁজিবাদী সমাজব্যবস্থায় মানুষকে বোকা বানানো হয় এই বুঝিয়ে, দেশ পরিচালনার ক্ষেত্রে তোমারও অংশগ্রহণ রয়েছে, তুমিও ভোট দাও এবং জনপ্রতিনিধি নির্বাচন কর। কিন্তু, সত্যি কথা বলতে পুঁজিবাদী সমাজব্যবস্থায় দেশ পরিচালনার মূলে থাকেন সেই দেশটির ব্যবসায়ী সমাজ। বাংলাদেশ যেহেতু একটি সুষম গণতান্ত্রিক দেশের উদাহরণ হতে পারে না, তাই আমাদেরকে গনতন্ত্রের মূল ধারক ও বাহক দেশ যুক্তরাষ্ট্রের দিকে তাকাতে হবে। যারা মানুষকে উন্নততর জীবন এবং জনগণের ব্যক্তি স্বাধীনতার স্বপ্ন দেখায়। অথচ আমরা এ্যাওয়ার্ড স্নোডেনের হুইসেল ব্লোয়িং এবং যুদ্ধ সৃষ্টির ক্ষেত্রে দায়ী পুঁজিবাদী রকফেলার ফ্যামিলির দিকে তাকালেই বুঝে যাই, সাধারণ মানুষ কতটা অসহায়। অনন্ত বিশ্ব মন্দা চলাকালীন সময়ে কোন মানুষ পরিবার নিয়ে কেন আত্নহত্যা করেছে, তার উত্তর আমরা খুঁজে পাইনা। গণতন্ত্রে জনগণের ভোট, অথচ যুক্তরাষ্ট্রে জনগণের পপুলার ভোট নির্বাচনে কোন মানে রাখে না। সংবিধান অনুযায়ী আমাদের মৌলক চাহিদা পাঁচটি, যেখানে রাষ্ট্র আমাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। জেনে অবাক হবেন যে, ধনী এই পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আগামী ২০১৮ সালের মধ্যে ছাড়িয়ে যাবে একটি সমাজতান্ত্রিক দেশ চীন।
আজ যে মানুষ ফিদেল কাস্ট্রো মারা গেলেন তাকে নিয়ে একজন লিখেছেন, ডিক্টেটর ফিদেল কাস্ত্রো মারা গেছেন। তবে জেনে অবাক হবেন, যাকে ডিক্টেটর বলছেন-
তার দেশে কোন মানুষ না খেয়ে, বিনা চিকিৎসায় মারা যায় না। কোন মেধাবী ছাত্রকে পরিবারের খাবার জোটাতে গিয়ে পড়ালেখা ছাড়তে হয় না। আবাসস্থলের অভাবে রাস্তার পাশে শুয়ে গাড়িচাপায় মরার ভয় থাকে না।
কিন্তু, আপনার আমার গণতান্ত্রিক বাংলাদেশ তথা জনগণের বাংলাদেশে এসব কিছুই হয়। শুধু ফাঁকা বুলিটা আছে, তুমিই তো দেশটা চালাচ্ছো। আর পঞ্চাশ বছর ধরে আশা নিয়ে বসে আছি, একদিন সংবিধানের মৌলিক অধিকারগুলো পূরণ করবে গণতন্ত্র।
আজ চলে গেলেন ফিদেল কাস্ত্রো , আমি শুধু বলব-
Rest in peace comrade, Rest in peace.
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পত্রিকা থেকে...
চলে গেলেন বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো।। তবে তার মৃত্যুর পরেও কেউই ভুলতে পারবেন না তার কয়েকটি স্মরণীয় মন্তব্য। যা সবার মনে থেকে যাবে আজীবন-
১। ‘আমাকে খুন করে জনতার মন থেকে মুছে ফেলার চেষ্টা করতেই পারেন। তবে ইতিহাস আমাকে মুছতে পারবে না।’
২। ‘৮২ জন সঙ্গীকে নিয়ে বিপ্লব শুরু করেছিলাম। যদি প্রয়োজন পড়ে, তাহলে ১০ জনকে নিয়েও আমি ফের বিপ্লব শুরু করতে পারি। শুধু তাদের আমার ওপরে বিশ্বাস রাখতে হবে।
৩। ‘এখনই দাড়ি কেটে ফেলব না। কারণ আমার দাড়ি অনেক সংগ্রামের প্রতীক। আমরা যেদিন লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন দাড়ি কেটে ফেলব।’
৪। ‘কিউবার জনগণের জন্য যদি শেষ কোনও আত্মত্যাগ করতে হয়, তাহলে ধূমপান ছেড়ে দেবো।’
৫। ‘আশি বছর বয়স হয়ে গেল। জীবন থেকে এখন আর কিছুই চাওয়ার নেই।’
৬। ‘যা বুঝতে পারছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার লড়াই কোনও দিনই শেষ হবে না।’
৭। ‘বিপ্লবের সবচেয়ে বড় সুফল কী জানেন? আমাদের দেশের যৌনকর্মীরাও সকলেই স্নাতকস্তর পর্যন্ত পড়াশুনো করেছেন।’
- See more at: Click This Link
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১২
মারুফ তারেক বলেছেন: সাম্রাজ্যবাদী শক্তির দালাল বিবিসি কেমন শিরোনাম করেছে দেখুন, এদের লজ্জা করে না!
নেগেটিভ করে লিখাই এদের স্বভাব। শিরোনামে লিখেছে, ধনী কৃষকের অবৈধ সন্তান ছিলেন কাস্ত্রো।
কেন একটু ভালো করে লিখা যায় না?
http://www.bbc.com/bengali/news-38114837?ocid=socialflow_facebook
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮
গেম চেঞ্জার বলেছেন: সমাজতন্ত্র অনেক কিছুরই সমাধান এনে দিতে পারবে এটা সত্য। কিন্তু পুরোটা সমাধান না করে নতুন কিছু ঝামেলারও কারণ হয়ে যায় এটা। ব্যক্তিস্বাতন্ত্র, সামাজিক/সাংষ্কৃতিক স্বাধীনতার মতো টার্মে সমাজতন্ত্রের অনেক সমস্যা আছে। যেই ঝামেলা ধর্মগুলো ও অন্য মতবাদেও আছে। তাই আমাদের এমন কোন মতামত/মতবাদ গ্রহণ করতে হবে যেটা সামগ্রিকভাবে আমাদের সব ক্ষেত্রেই উন্নয়ন করতে সাহায্য করবে।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬
মারুফ তারেক বলেছেন: সেটাও ঠিক, খুঁজতে গেলে সমাজতন্ত্রেরও ভুল বেড়িয়ে আসবে। কিন্তু, এটাও ঠিক সাম্যবাদের কাছে সমাজতন্ত্র টেকে না।
এক্ষেত্রে আমাদের দরকার সমন্বয় সাধন। প্রকৃতপক্ষে গনতন্ত্রের ভেতরে সমাজতন্ত্র বাস করে। কিন্তু সেটা আর কোথায় পাওয়া যাবে?
এসব বিষয় বিবেচনা করলে আমাদের হাতে কিন্তু খুব বেশী অপশন থাকে না।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২
ভীতু সিংহ বলেছেন: জেনে অবাক হবেন যে, ধনী এই পুঁজিবাদী যুক্তরাষ্ট্র অর্থনীতিকে আগামী ২০১৮ সালের মধ্যে ছাড়িয়ে যায়ে একটি সমাজতান্ত্রিক দেশ চীন।
চাইনিজদের সমাজতন্ত্র দেখলে কার্ল মার্ক্স মনের দুঃখে দুইবার বিষ খেতেন।
পুঁজিবাদ খুব খারাপ। তারপরেও আমরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোমের স্বপ্ন দেখি। কেউ বলভিয়া ভেনেজুএলার দূতাবাসে ভিসার জন্য দাঁড়ায় না। উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা চালালে সেই খবরে লাইক মারি কিন্তু সাভারের ইপিজেডে দক্ষিন কোরিয়া-জাপানের বায়ারদের বিনিয়োগের জন্য আমন্ত্রন জানাই।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৩
মারুফ তারেক বলেছেন: আমি নিজেও চীনের সমাজতন্ত্র তথা মাওবাদের সমর্থক নই, এখানে উদাহরণ টেনেছি মাত্র।
এখানেই তো সমস্যা যে, যুদ্ধবাজ গালি দিলে পরক্ষণে আমেরিকান এ্যাম্বাসির দিকেই লাইন লাগাই।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৫
মারুফ তারেক বলেছেন: বস্তুত আমরা লোভী, ভয়ানক লোভী
৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনি প্রথমত, গণতন্ত্র ও ক্যাপিটেলিজম যে আলাদা বিষয়, সেটাও বুঝেন না; আপনি গণতন্ত্রকে ও ক্যাপিটেলিজকে সমর্থক হিসেবে বুঝেন, কিভাবে কি লিখবেন?
৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
আমরা কেন সমাজতন্ত্র চাই, সেটা বলতে তো ভুলে গেছেন
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯
মারুফ তারেক বলেছেন: গণতন্ত্র এবং পুঁজিবাদ, এই দুটি বিষয় যে পরস্পরের পরিপূরক। এটা মানেন আপনি?
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১১
শূণ্য পুরাণ বলেছেন: সমাজতন্ত্র, গণতন্ত্র অামাদেরকে পরিপূর্ণ মুক্তি দিতে পারবে না,অাপনার কথায়ও সেরকম উঠে এসেছে। পরিপূর্ণ মুক্তির জন্য ফিরে যেতে হবে ইসলামের কাছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ চলে গেলেন ফিদেল কাস্ত্রো , আমি শুধু বলব-
Rest in peace comrade, Rest in peace.
++++