নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দেয়া হচ্ছে।জনগণকে বুঝানো হচ্ছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোন ক্ষতি করবে না। ফ্লাই এ্যাশ ফ্লাই করবে না। লোকজন নাকি না বুঝেই রামপাললের বিরুদ্ধে আন্দোলন করছে!!!
আস্থা রাখুন।
জনগণ আর কতদিন বাঁশের চাটাইয়ের উপর আস্থা রাখবে?
ইউনেস্কো বলেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের ফলে সুন্দরবনের জলজ সম্পদের ক্ষতি হবে।
এ প্রসঙ্গে সরকার বলেছে, ইউনেস্কো নিজেরা স্টাডি না করে অন্যদের স্টাডির উপর ভিত্তি এ মন্তব্য করেছে।
তাহলে প্রশ্ন হচ্ছে, সরকার কাদের স্টাডির উপর ভিত্তি করে বলছে যে, রামপালের কারনে সুন্দরবনের ক্ষতি হবে না?
তাদের পা'চাটাদের স্টাডির উপর ভিত্তি করে?
যুক্তিহীনভাবে সরকার যেভাবে বিশ্বাস করতে বলে, সেভাবে তো বিশ্বাস করা যায় না, এতটা অন্ধ হওয়া যায় না। । অন্তত এর আগে সরকারপক্ষ যেভাবে যুক্তি খণ্ডন করেছে, তা প্রহসনেরই নামান্তর।
বিজ্ঞাপনের শেষের কথাগুলোই ব্যাবহার করছি-
ভালো থাকুক সুন্দরবন। এগিয়ে যাক বাংলাদেশ।
©somewhere in net ltd.