নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টেনগান নয়, হাতে কলম ধরার প্রতিবাদে হত্যা করা হল!
অশ্লীলতার দায়ে গ্রেপ্তার করা হলো কবিকে;
অথচ তিনি শরীরের কথা বলেছিলেন, জীবনের কথা বলেছিলেন,
মানুষের কথা বলেছিলেন।
চারিদিক মরদেহের শবযাত্রা আজ;
ওরা দ্বিমত হয়েছে;
ওরা প্রকাশ করেছে বেশ্যা রাষ্ট্রের যৌন পরিচ্ছেদ।
শিরোনাম হলঃ
ক্ষুধাতুর উন্নাসী যোনিমুখ ফেঁপে উঠেছে দিনান্তে-
রাষ্ট্র গণতান্ত্রিকতার যৌনবাসনা পূরণ করবে;
যেহেতু গণতন্ত্র মানে শুধুই ভোটাধিকার;
প্রত্যেকটি ফিরে যাওয়া শব্দকে গুলি করা হোক;
ভস্ম করা হোক কথামালাকে।
আনুগত্য প্রকাশ কর অথবা পান কর গরল পেয়ালা।
যৌনতা পূরণ করবে রাষ্ট্র, মত প্রকাশ নয়।
মৃত্যুতে আজ আনন্দ উল্লাস করবে প্রত্যেকটি সদ্যজাত শুয়োর,
যদিও নক্ষত্রেরা মিলিত হয়েছে শোকযাত্রায়।
ছবি-The tracker মুভি থেকে।
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৭
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক।
২| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ক্রোধের প্রকাশ প্রবল । ভাল লেগেছে আগ্রাসী কবিতা !
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:২৪
মারুফ তারেক বলেছেন: কথা বললেই আগ্রাসী হয়ে যায়, কেমনতর এ কথা?
ভুলে যান সব;
ধন্যবাদ কথাকথিকেথিকথন
৩| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:২৪
জাংগলিস্ট বলেছেন: তারপর কবি ..<<
১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০
মারুফ তারেক বলেছেন: ভুলে যান আপনিও,
আমাদের তো ভুলে যাওয়ারই কথা;
আমরা চাই আবারো রক্তাক্ত টেবিলে ঘুমিয়ে গিয়ে-
কেউ যেন বলে চিৎকার করে না বলেঃ
অনন্ত মৃত্যুর চেয়ে বেঁচে থাকা ভালো।
ভালো থাকবেন জাংগলিস্ট
৪| ১৭ ই জুন, ২০১৬ রাত ১২:২৯
রায়হানুল এফ রাজ বলেছেন: শাবাশ ভাইয়া। অনেক শুভকামনা রইল।
১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ রায়হানুল এফ রাজ।
ভালো থাকবেন।
৫| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:০৬
মহা সমন্বয় বলেছেন: এ তো এক মারাত্নক কবিতা
সাবধানে থাকবেন আবার কবিতা লেখার অপরাধে আপনার না আবার গর্দান চলে যায়।
২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৮
মারুফ তারেক বলেছেন: হা হা হা
ভালোই বলেছেন
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৪
কল্লোল পথিক বলেছেন:
বেশ শক্তিশালী কথা মালা।