নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

পারো কি দিতে জবাব?

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭



দু'বছর লাগিয়েও যে ন্যাশনাল আইডি কার্ড(NID) দিতে পারে না, একমাসের মধ্যেই তার বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জ্বালা ক্যান?তোমার সমুদ্রের বিঘাত সমীকরণে এত তৃষ্ণা ক্যান?

যে পেটোয়া বাহিনী কোন অপরাধী না ধরতে পেরে সাধারণ জনগণের উপর নির্যাতন চালায়। আবার পুলিশের আইজিপি বলেন, আপনারা নিজেরা নিজেদের প্রতিরক্ষা বলয় গড়ে তুলুন, পুলিশ আপনাদের নিরাপত্তা দিতে অপারগ। তখন আমার মনে প্রশ্ন জাগে- তাহলে তোদের কোন বালের দরকার?

যে অর্থমন্ত্রী নিজেই জানেননা বাংলাদেশে পাঁচ টাকার মুদ্রার অস্তিত্ব আছে কি নেই, তখন আমার প্রশ্ন জাগে- অর্থমন্ত্রী তুমি কোন গ্রহের লোক?
যে স্বরাষ্ট্রমমন্ত্রী একটি অপরাধকে বারবার বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেয়, আমার সন্দেহ হয়, অপরাধ সে নিজেই করেছে কিনা।
যে নীতি-নির্ধারকেরা সংসদে বসে বার বার ঘুমিয়ে যায়, আমি তাদের গলায় পড়াই মানুষের কাটা মুণ্ডুর মালা।

যে রাষ্ট্র অপরাধীকে না ধরে, ভুক্তভুগীর অপরাধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আমার সত্যি স্তব করতে ইচ্ছে হয় , ঈশ্বর তুমি মানুষ পাঠাওনি।

যেখানে কৃষকেরা ভাতে মরে, অথচ দু'দিন পরপরই শুনি কৃষকের উন্নয়ন নিয়ে ভণ্ডদের সেমিনার।
জনগণের মৌলিক চাহিদা পূরণের মুরোদ নেই, তাই কিল ঘুসি মারো। পিষে মারো পিশিতদের।

যারা সংগ্রাম করিল চিরকাল, মুখে আনিল অন্ন;
যারা লৌহ পোশাকে করিল নৃত্য,
যাদের ঘামে গড়িল সমাজ, গড়িল বিধাতা,গড়িল রাষ্ট্র।

তাদের তরে দিলি কী বল? উৎসর্গ করলি কোন ছাই?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ বিজন রয়

শুভকামনা জানবেন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

মোঃ আলামিন বলেছেন: হিহিহিহিহিহি =p~

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

মারুফ তারেক বলেছেন: হাহা হা
অট্টহাসি :D

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

অবশ অনুভূতি বলেছেন: বালা

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

মারুফ তারেক বলেছেন: বালা কইয়েন না,

কথা কইলেই গুম, নইলে ভূতে মেরে যাবে।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিটি কথাই ঠিক।।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী

ভালো থাকবেন।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

জনৈক অচম ভুত বলেছেন: কোনও জবাব নাই। :|

৬| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২১

আমিই মিসির আলী বলেছেন: দু'বছর লাগিয়েও যে ন্যাশনাল আইডি কার্ড(NID) দিতে পারে না, একমাসের মধ্যেই তার বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জ্বালা ক্যান?



কড়া কড়া কথা সব। :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.