নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

সিম বন্ধ করুক, তবুও আঙুলের ছাপ দিব না।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬


যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই, সে দেশে ব্যক্তি স্বাধীনতার কথা মুখে আনাটাই পাপ।
বিচার বিভাগ সিম নিবন্ধনের জন্য আইন জারি করেছে! সিম নিবন্ধন না করলে সিম বাতিল বলে গন্য হবে। আমার মনে হয়, বিচার বিভাগ কী বলে সে নিজেও জানে না।
যেমন ধরুন,ইদানীং রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান অবমাননা নামক শব্দগুলো ঠিক বুঝতে পারছি না। ছোটবেলায় পড়েছিলাম এগুলো নাকি খুবই গুরুতর অপরাধ,শাস্তি অনেক।

আমি কেন, বিভিন্ন টকশোতে অংশ নেয়া বুদ্ধিজীবীরাও ঠিক বুঝতে পারেন না।
সেদিন দেখলাম তারেক জিয়া ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ইসলাম ঠিক বক্তব্য দিতে পারছেন না।
ফোনে আনা আইনজীবীও ঘোল খাচ্ছেন। কিন্তু, দেশদ্রোহী এবং সংবিধান অবমাননার মামলাও হচ্ছে প্রতিনিয়ত।কিছুদিন আগে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম রাষ্ট্রদ্রোহ মামলায় পড়লেন। আবার 'ভাত দেন প্রধানমন্ত্রী, নইলে সংবিধান খাব' বলতে থাকা শ্রমিকদের বিরুদ্ধে সংবিধান অবমাননার মামলা হয়েছে। আমার মনে হয় আইনজীবীদের চাইতে পুলিশই এসব মামলা ভালো বুঝেন। পুলিশই তো বাদী হয়ে এসব মামলাগুলো করেন।
আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমার হাতের ছাপ কেন দেব?
আমি আসলে আমার নিজ দেশকেও আমার ব্যক্তিগত তথ্য দিতে ভয় পাই।
আমি অবাক হই, সেতো টাকা পয়াসাও ঠিকমত রাখতে পারে না।
আঙুলের ছাপ সংরক্ষণ হচ্ছে না, যাচাই হচ্ছে-
এ কথা পড়ে আমার শুধুমাত্র হাসি পাচ্ছে।
আমরা তাহলে কোন দুঃখে সিম রেজিস্ট্রেশন করেছিলাম?

আমি আর কিছু লিখব না, পরে আবার সংবিধান অবমাননা অথবা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে যাই!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

জুয়াড়ি বলেছেন: আমি আর কিছু লিখব না, পরে আবার সংবিধান অবমাননা অথবা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে যাই!
যতার্থ বলেছেন

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

মারুফ তারেক বলেছেন: কিছু বলার নাই ভাউ :(
সবই হীরক রাজার ইচ্ছে।
-
যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান"

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিম ব্যবহার করতে হলে দিতেই হবে...নো ওয়ে..

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

মারুফ তারেক বলেছেন: সেটাই তো বলা হচ্ছে

দেখা যাক কী হয় সামনে-

আর কতবার নিবন্ধন করতে হয়।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: বিদেশে যেতে গেলে সেই দেশের এয়ারপোর্টে আমার আপনার সকলের হাতের ছাপ, চোখের রেটিনারা স্ক্যানিং, সবই দিতে পারি কারন ওই দেশে গেলে টু পাইস ইনকাম করা যাবে। সমস্যা কেবল বাংলাদেশে।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

মারুফ তারেক বলেছেন: হ্যা সমস্যা বাংলাদেশেই
সে যে বুদ্ধি প্রতিবন্ধীদের দ্বারা চালিত, সে নিজেও জানে না।
সমস্যা বাংলাদেশেই, কারন এদেশের মানুষ সরকারকে বিশ্বাস করতে পারে না, আস্থা রাখতে পারে না।
ধন্যবাদ।।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বাংলার জামিনদার বলেছেন: আপনার ভয় কি, সরকার আপনার সব জমি লিখে নিবে??? হাসলাম।

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মারুফ তারেক বলেছেন: হাসতে থাকুন

আমাদের নিজেদের কেউ ভুক্তভোগী না হলে আমরা জীবিত হই না।
ডিজিটাল বোকা দেশের মানুষ আমরা, আমাদের চেতনা আর কতটুকু হবে।।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.