নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

খুঁজে বেড়াই জীবনের উদ্দেশ্য- মানুষ

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৯


প্রাচ্যের একটা কথা আছে- “জগতের সব কিছুই ভ্রম, মায়া মোহের জাল।”
আমাদের জীবনের উদ্দেশ্য কী? আমরা কোথা থেকে এসেছি? আমরা কোথায় আছি? আমরা কোথায় যাব? মানুষ পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী যে জন্মনোর পরে প্রশ্ন করে জীবনের। এই প্রশ্নগুলোর উত্তর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন। ধর্ম, বিজ্ঞান, দর্শন এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে ভিন্নভাবে। আবার বিভিন্ন মানুষের কাছে জীবনের বিভিন্ন মানে রয়েছে।

বিজ্ঞান কী বলে?-
আমরা মহাবিশ্বের ক্ষুদ্র অংশ মাত্র। লক্ষ বছরের বিবর্তনের ফলে আমরা আজকের মানুষ। আমরা খুবই সৌভাগ্যবান মহাবিশ্বের অংশ হয়ে এবং মহাবিশ্বকে জানার পথে আছি বলে। কোন স্রষ্টা ছাড়াই মহাবিশ্বের সৃষ্টি সম্ভব। বিজ্ঞানী স্টিভেন হকিং বলেন-
“স্রষ্টার অনস্তিত্বকে প্রমাণ করা অসম্ভব। কিন্তু, বিজ্ঞান স্রষ্টাকে অপ্রয়োজনীয় করে দিয়েছে।” আমাদের জীবন শেষ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে। আমাদের শরীরের অনু পরমানুগুলো মিশে যাবে পৃথিবীর সাথে। আমাদের বেঁচে থাকাটাই যেন আমাদের উদ্দেশ্যে পরিণত হয়েছে।

ধর্মমত-
পৃথিবীতে প্রায় ৪২০০ ধর্ম রয়েছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে জীবন সম্পর্কে। তবে মূল বিষয় প্রায় একই। আমাদের জীবনের পেছনে রয়েছেন এক মহান সত্ত্বা। যিনি আমাদের উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন। আমাদের কাজ হল মহান সত্ত্বার উপাসনা করা। জীবনের শেষে আমাদের পুনরুদ্ধান হবে। একক সত্ত্বার জন্যই আমাদের জীবন। উজবেক কবি ইব্রাহিম আলাউদ্দিনের উক্তি- “তুমি একখানা কিতাব পড় আর কিতাবের লেখকের খোঁজ কর।বিরাট অট্টালিকা দেখে নির্মাতার নাম জানতে চাও। তবে জমিন ও আসমানের কোন মালিক নেই?
হে মানুষ চিন্তা কর, বুঝে দেখ আমাদের কাছে সব জিনিসই নিশানা দিচ্ছে।
মহান সর্বশক্তিমান এক আল্লাহর।”

দর্শনে আমাদের জীবন-
দর্শন যুক্তির (Argument) খেলা।জীবনের উদ্দেশ্য থাকা না থাকা নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি আছে দর্শনে। যুগে যুগে দার্শনিকেরা জীবনের উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন। বিভিন্ন আঙ্গিকে জীবনকে দেখার চেষ্টা করেছেন।
বিজ্ঞান আমাদের আত্নার অস্তিত্ব খুঁজে পায়নি। দর্শন কি পেয়েছে?
হেমলক পানের আগে সক্রেটিস বলেন-
“তোমরা দুঃখ করো না। কারণ, এই মৃত্যু কেবল আমার দেহটাকেই বিনাশ করবে, আত্মাকে নয়।” উনারা স্রষ্টার মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজতেন।

এগুলো তো আগেকার চিন্তাভাবনা। বর্তমান দর্শনে বিভিন্ন মতবাদ রয়েছে, যার মধ্যে ধ্বংসবাদ (Nihilism) উল্লেখযোগ্য। ধ্বংসবাদ অস্তিত্ববাদের(existential) ধ্বংসবাদ আকারে প্রকাশ পায়। এই মতবাদের যুক্তিতে জীবন উদ্দেশ্যহীন এবং জীবনের অন্তর্নিহিত মূল্য নেই।

আবার বর্তমান সময়ের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় দার্শনিক তত্ত্বের একটি অস্তিত্ববাদ ।
মুলত প্রথম মহাযুদ্ধোত্তর যুগে জার্মানি এবং ফরাসি দেশে এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বিপর্যস্ত বুদ্ধিজীবী দের মধ্যে এই চিন্তার উদ্ভব এবং বিস্তার দেখা দেয়। অস্তিত্ববাদ বলতে ব্যাক্তির অস্তিত্ব কেই বুঝানো হয়। যদিও প্রথম কিয়েরকেগারড অস্তিত্ববাদ নিয়ে কথা বলেন তিনি existentialism ব্যবহার করেন নি। উনার মতে ব্যাক্তি তার সংকটে সিদ্ধান্ত প্রকাশ করে তার অস্তিত্ব এর জানান দেয়। এরপরে আলবেয়ার ক্যামো, জ্যা পল সাত্রের কল্যানে অস্তিত্ববাদ আরো জনপ্রিয় হয়। যেহেতু ততদিনে বিজ্ঞানের চরম উন্নতি হওয়ার কারনে এবং সাত্রে নিজে বস্তুবাদী, নিরিশ্বরবাদী হওয়ার কারনে তিনি বিজ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে তিনি তার বই “বিয়িং এন্ড নাথিংনেস ” লিখেন।
যেখানে তিনি বলতে চেয়েছেন ব্যাক্তির চরম এবং কিছু ক্ষেত্রে উগ্র ব্যাক্তি স্বাধীনতার কথা । তিনি বিশ্বাস করতেন “এবসলিউট ফ্রিডম অব চয়েস “এই ধারনায়, মানে চিন্তা বস্তু থেকে মানুষের চিন্তা কিছু ক্ষেত্রে স্বাধীন এবং এই স্বাধীনতার উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যাকে বলা যায় স্বাধীন ইচ্ছা শক্তি।
যেহেতু ব্যাক্তির উপর সমাজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না সেখানে ব্যাক্তির সমাজের প্রতি দায়বদ্ধতা ও থাকে না। ফলে ব্যাক্তির পক্ষে পলায়ন বাদী হওয়া সহজসাধ্য হয়। তাই অস্তিত্ববাদ ব্যাক্তিবাদেরই অন্য রুপ ।
মুলত বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর হতাশাজনক পরিস্থিতি বুদ্ধিজীবীদের অস্তিত্ববাদ এর দিকে ধাবিত করেছিল ।


যুগে যুগে মানুষেরা উদ্দেশ্য খুঁজে গেছে, জীবনের উদ্দেশ্য।গৌতম বুদ্ধ, লালন শাহ্‌ এর মত মত মানুষেরা সারা জীবন কাটিয়ে দিয়েছেন জীবনের উদ্দেশ্য খুঁজতে খুঁজতে।

যারা জীবনের অর্থহীনতায়(Absurdity) ভুগেন তাদের জন্য
সরেন এবং কামু এই অর্থহীনতা কাটিয়ে ওঠার ৩টি সমাধান দিয়েছেন।
১। আত্মহত্যা – নিজেকে শেষ করে দেয়া।
২। ধর্মে বিশ্বাস – অলৌকিকতায় বিশ্বাস করা।
৩। এই অর্থহীনতার মধ্যেই জীবন কাটিয়ে দেয়া।


মানুষ যতদিন থাকবে, খুঁজে যাবে জীবনকে, খুঁজে যাবে জীবনের উদ্দেশ্যকে। মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে। আস্তিক-নাস্তিক-সংশয়বাদী, আমরা সবাই মানুষ। আমরা স্বপ্ন দেখি, আশা করি জীবনের বেঁচে থাকায়।

আমেরিকান লেখক কার্ট ভোনেগাটের (Kurt Vonnegut) উক্তি,Cat’s Cradle থেকে- একদম শুরুতে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করলেন এবং তার নিজের মহাজাগতিক নিঃসঙ্গতার দিকে তাকালেন। এরপর ঈশ্বর বললেন, এই পৃথিবীর কাদামাটি থেকে জীবন্ত প্রাণী সৃষ্টি করা যাক। সুতরাং, মাটি দেখতে পারবে আমি কী সৃষ্টি করেছি। এবং, ঈশ্বর প্রত্যকটি জীবন্ত প্রাণীকে সৃষ্টি করলেন, যারা বর্তমান পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে একজন ছিল মানুষ। কাঁদামাটি একমাত্র মানুষ হিসেবে, যে কথা বলতে পারত।
মানুষটির যেখানে বসে ছিল, ঈশ্বর সে দিকে ঝুঁকে তাকলেন।

মানুষ বলল, এই সবকিছুর উদ্দেশ্য কী?

ঈশ্বর বললেন- সবকিছুর কি উদ্দেশ্য থাকতে হবে?
মানুষ বলল- নিশ্চয়ই।

ঈশ্বর- তাহলে আমি এই সবকিছু তোমার চিন্তা করার জন্য ছেড়ে দিলাম।

এরপর ঈশ্বর চলে গেলেন।

অনেকেই মনে করেন জীবন মাঝি ছাড়া একটা নৌকা, আপনি সেই নৌকার যাত্রী।
তাহলে আপনিই মাঝি হয়ে গেলে দোষ কোথায়।

আরও একটা কথা- আমার প্রিয় মিউজিক ব্র্যান্ড ক্রিডের একটা গান আছে – হুয়াট’স দিস লাইভ ফর?
শুনুন- https://youtu.be/8lKBro5YkPs

পরিশেষে, আমার প্রিয় একটি উক্তি দিয়ে শেষ করছি-
“আমাদের মত এতো ক্ষুদ্র প্রাণীদের জন্য মহাশূন্যের এই বিশালতা সহ্য করার একমাত্র উপায় হলো ভালোবাসা”।
- কার্ল সেগান।

ভালো থাকবেন।
তথ্যসূত্র- উইকিপিডিয়া।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

মাসুদ মাহামুদ বলেছেন: ভালো থাকবেন, শুভ রাত্রি।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫০

মারুফ তারেক বলেছেন: আপনিও ভালো থাকবেন।

শুভ রাত্রি। :)

২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:২৪

সায়েদা সোহেলী বলেছেন: ১। আত্মহত্যা – নিজেকে শেষ করে দেয়া।
২। ধর্মে বিশ্বাস – অলৌকিকতায় বিশ্বাস করা।
৩। এই অর্থহীনতার মধ্যেই জীবন কাটিয়ে দেয়া।
------- তিনটার মধ্যে কোনটা বেছে নেওয়া যায় বলুন ত ? ইতিবাচক চিন্তা করলে হত্যা/হীনতা দুইটাই নেতিবাচক শব্দ :)

ভালোই লিখেছেন , জীবনের উদ্দেশ্য খুজে পান সেই প্রত্যাশা রইল ।

শুভকামনা

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

অলৌকিকতায় বিশ্বাস করে জীবনটা কাটিয়ে দেওয়াও খারাপ না।
সবকিছুই যেন রহস্য, আমরা কতটুকুইবা জানতে পেরেছি?

৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৬

বিজন রয় বলেছেন: অত্যন্ত সুন্দর লেখা।
প্রথম প্লাসটি আমার।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য
ধন্যবাদ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৩:০০

মহা সমন্বয় বলেছেন: অসাধারণ একটি পোষ্ট এ জাতীয় পোষ্ট সবসমই আমার ভাল লাগে। গানটা অনেকদিন পর শুনলাম । :)

আবার তো মনে চিন্তার ঢেউ তুলে দিলেন :P

যতই চিন্তার ঢেউ আসুক মনে কোন ধরণের রহস্য অলৌকিতার ধারে কাছে নাই আমি এগুলা সবই অন্ধকার ছাড়া আর কিছুই নয়।

আর জীবনের উদ্দ্যেশ্য- জীবনের উদ্দ্যেশ্য হচ্ছে এই পৃথিবীকে ঠিক ঠাক মত রাখা যাতে উল্টা দিকে না ঘুরতে পারে।
জীবনের উদ্দ্যেশ্য হচ্ছে - অজানাকে জানা, যতদুর সম্ভব জানার চেষ্টা করা।
জীবনের উদ্দ্যেশ্য হচ্ছে -যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয় সম্পর্কে মিথ্যা রচনা না করা।
জীবনের উদ্দ্যেশ্য হচ্ছে- যার যা দায়িত্ব তা ঠিক ঠাক মত পালন করা।
জীবনের উদ্দ্যেশ্য হচ্ছে - নিজের ভাল মন্দ নিজেই নির্বাচন করা।

আর যে নিজের ভাল মন্দ নিজে নির্বাচন করতে পারল না, সে তো জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেল না সে পথভ্রষ্টই রয়ে গেল এবং সে-ই চুরান্তভাবে ব্যার্থ।
একটা গানের কথা মনে পড়ে গেল: https://www.youtube.com/watch?v=Dtr_rbBJkes :)

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬

মারুফ তারেক বলেছেন: আপনার মন্তব্যটি ভালো লাগল, গানটিও শুনেছি। তবে মাঝে মাঝে সব কিছুই যেন ঘোর মনে হয়। আমাদেরকে কেউ পাঠিয়েছ, নাকি আমরাই আমাদেরকে পাঠিয়েছি?
বারট্রান্ড রাসেলের এই উক্তিটিও কিন্তু জীবনকে কিছু বলে-
আমার ধর্মের সম্পূর্ণ সারকথাটি এরকম: প্রতিটি দায়িত্ব পালন করো, এবং পুরস্কারের প্রত্যাশা করো না; না এখন, না ভবিষ্যতে।


তবুও রহস্য মানুষেরে ছাড়ে না,
সেক্সপিয়রের একটা উক্তি আছে না-
"There are more things in heaven and eart."

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৬

পুলহ বলেছেন: সংক্ষিপ্ত অথচ গোছানো লেখা।
"আমাদের জীবনের উদ্দেশ্য কী? আমরা কোথা থেকে এসেছি? আমরা কোথায় আছি? আমরা কোথায় যাব? মানুষ পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী যে জন্মনোর পরে প্রশ্ন করে জীবনের। এই প্রশ্নগুলোর উত্তর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন। ধর্ম, বিজ্ঞান, দর্শন এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে ভিন্নভাবে। আবার বিভিন্ন মানুষের কাছে জীবনের বিভিন্ন মানে রয়েছে।"-- আমার মনে হয় বোল্ড করা অংশটাতেই এ প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বিমূর্ততায়...
দর্শনের অংশটুকু নিঃসন্দেহে আগ্রহোদ্দীপক, কারণ দর্শন থেকেই আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারা যায়। শেষমেষ ঘুরেফিরে- ধর্মটাও কিন্তু আসলে দৃষ্টিভঙ্গির ওপরই অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ে।

তথ্যবহুল পোস্টটি সংগ্রহে রেখেছি। অনেক ভালো থাকবেন মারুফ ভাই :)

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৫

মারুফ তারেক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

চিন্তাশীল মানুষেরা ঘুরপাক খায়,যেন খেতেই থাকে।
আমরাও খুরপাক খাই।

দিন শেষে
হয়তো পথ খুঁজে পায়, হয়তোবা পায় না।

৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার লিখেছেন।
ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মারুফ তারেক বলেছেন:


মন্তব্যের জন্য ধন্যবাদ

ভালো থাকবেন।

৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

আমিই মিসির আলী বলেছেন: অনেক সুন্দরভাবে বিষয়টা বিশ্লেষন করেছেন।
ভালো লাগলো।
+

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
আপনিই মিসির আলী
ভালো থাকবেন।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

আজমান আন্দালিব বলেছেন: “আমাদের মত এতো ক্ষুদ্র প্রাণীদের জন্য মহাশূন্যের এই বিশালতা সহ্য করার একমাত্র উপায় হলো ভালোবাসা”।
- কার্ল সেগান।
কথাটি নিরন্তর ভাবনার...

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

মারুফ তারেক বলেছেন: আমার খুবই প্রিয়

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

Jokiad বলেছেন: ভাল হয়েছে।

এরকম আরও চাই লিখা

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ

চেষ্টা করব আরো কিছু নিয়ে আসার।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.