নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

চৌদ্দই ফেব্রুয়ারি-

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১


লিখাটি অনেকের খারাপ লাগার কারন হতে পারে।
কী দোষ করেছিল ডাস্টবিনে পড়ে থাকা নবজাতক? কী দোষ করেছিল ছয় তলা থেকে ফেলা দেওয়া ছোট শিশুটি?
একটা বাস্তব ঘটনা বলব,
আজ থেকে অনেক বছর আগে, তখন ক্লাস ফাইভ অথবা সিক্সে পড়ি। শুনলাম আমাদের বাড়ী থেকে একটু দূরে ডোবার ধারে একটি শিশু পাওয়া গেছে।অনেকে নাকি দেখছে শিশুটি হাত পা নাড়ছে। একটু পড়েই শিশুটি মারা যায়।ডোবার পাশেই শিশুটিকে মাটি চাপা দেওয়া হয়।কেউ কী বলতে পারবেন বাংলাদেশে প্রতিবছর কত হাজার ভ্রূন হত্যা হয়? জন্মের আগেই এদের হত্যা করা হয়।কেন হত্যা করা হয়?
এই অবুঝেরা মানুষরূপী কিছু জানোয়ারের নিষিদ্ধ প্রেমের ফসল।
তোরা প্রকাশ্যে চুম্মা চাটি করবি, কুকুরের মত....
আর কি বাকী থাকবে? এসব কোন সময়ই আমাদের বাঙালী সংষ্কৃতির অংশ ছিল না। বাঙালীর ভালবাসা বেঁচে আছে হাজার বছর ধরে বাঙালীর লাজুকলতায়, প্রকাশ্যে যৌনতায় নয়।

যারা এর এই প্রকাশ্যে যৌনতার পক্ষে কথা বলে তাদের উদ্দেশ্যে বলব,
আপনাদের মা বোন যদি থাকে তাহলে নামায় দিন প্রকাশ্যে....
তারপর কথা বলিয়েন।
মানুষ তো মানুষকেই ভালোবাসবে, ভালবাসার জন্যই তো মানুষ বেঁচে আছে। তবে মানুষের ভালবাসা মানুষের মতই হওয়া উচিত, ইতর প্রাণীদের মত নয়।
চৌদ্দই ফেব্রুয়ারিতে একশ টাকার একটা গোলাপ না কিনে, রাস্তায় পড়ে থাকা অভুক্ত শিশুটিকে খাবার কিনে দিন। একটু হলেও দোয়া পাবেন, অবশ্য যদি দরকার থাকে।
যাইহোক, সবার প্রতি অগ্রিম ভালবাসা থাকলো এই ভালবাসা দিবসে। বেঁচে থাকুক জীবন ভালবাসায়, যেভাবে মানুষ ভালবাসে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

গেম চেঞ্জার বলেছেন: বাঙালীর ভালবাসা বেঁচে আছে হাজার বছর ধরে বাঙালীর লাজুকলতায়, প্রকাশ্যে যৌনতায় নয়।

এই কথাটির জন্য +++

তবে ব্যাপারটা অতো বড় করে দেখার কিছু তেমনটি ভাবি না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

মারুফ তারেক বলেছেন: ভালবাসা ছাড়া মানব জীবন যেন ব্যর্থ।
কিন্তু, তখনই সব নিঃস্ব হয়ে যায়,
যখন ভালোবাসার সংজ্ঞাকেই পাল্টে দেওয়া হয়। ভালবাসার মানে যেন ঘৃণায় রূপান্তরিত হয়!

মন্তব্য করার জন্য ধন্যবাদ গেম চেঞ্জার।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: উচিত কথা আসলে, সব সময় খারাপ ই লাগে.....

যাই হোক...ভালো লিখেছেন। :-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

মারুফ তারেক বলেছেন: উচিত কথা আসলে, সব সময় খারাপ ই লাগে..... +

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সুমন আকরাম বলেছেন: আমাদের সংস্কৃতি কে বিকৃত রুপ দেবার প্রচেষ্টা আর কি!! ধন্যবাদ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

মারুফ তারেক বলেছেন: সেটাই .......
আমি বুঝি না কী পরিমাণ ভালবাসা উথলাই পড়ছে
অনন্য আজাদ আর শাম্মী হকের !!
জার্মানী থেকে ঢাকায় প্রকাশ্যে চুম্মাচাটির ইভেন্ট খুলছে!!
এত্ত ভালবাসা কই থাকে?

উনারা জানেন এই বিষয়টাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে, আর জেনে বুঝেই উনারা এসব করেন।
হয়ত এসবের জন্যই বলি হয় কিছু নিরীহ কিছু ব্লগার।।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

কবি এবং হিমু বলেছেন: মানুষ তো মানুষকেই ভালোবাসবে, ভালবাসার জন্যই তো মানুষ বেঁচে আছে। তবে মানুষের ভালবাসা মানুষের মতই হওয়া উচিত, ইতর প্রাণীদের মত নয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

মারুফ তারেক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ কবি এবং হিমু।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

আরাফআহনাফ বলেছেন: প্রকাশ্যে চুমু খেয়ে কী প্রকাশ হয়?

গভীর ভালোবাসা ? অগভীর ভালোবাসা? আবেগ? রুচিবোধ? আধুনিকতা?
এক আধুনিকতা ছাড়া বান্গালের কোন কালে আর কিছুর কি অভাব ছিলো?

তথাকথিত এমন আধুনিকতা আমদানী না করলেই কি নয়?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

মারুফ তারেক বলেছেন: চমৎকার মন্তব্য
ধন্যবাদ আরাফআহনাফ।
এই আমদানিকৃত ভালবাসাই যেন সব শেষ করে দিচ্ছে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: সত্য কথা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

মারুফ তারেক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

বিজন রয় বলেছেন: বাঙালীর ভালবাসা বেঁচে আছে হাজার বছর ধরে বাঙালীর লাজুকলতায়, প্রকাশ্যে যৌনতায় নয়।
++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

মারুফ তারেক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

মুহাম্মাদ শাথিল বলেছেন: দেশে ভ্রূণ হত্যা ব্যাপারটা ক্রমশ বেড়েই চলেছে। অতিশীঘ্র এর লাগাম টেনে না ধরা গেলে ভয়াবহ এক সামজিক বিপর্যের মধ্যে পড়তে হবে।।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

মারুফ তারেক বলেছেন: সেটাই
গত দুই দশকে ভারতে
১০ মিলিয়ন মেয়ে ভ্রূন হত্যা করা হয়।
১০ মিলিয়ন মানুষ!

আমাদের দেশের তো কোন হিসেবই করা হয়নি,
তবে এর সংখ্যা যে খুব কম হবে না, এটা নিশ্চিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.