নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রকাজল চোখ-

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১


তাহার ওই চোখের চাহনিতে বুঝি
ভস্ম হয় মহাবিশ্ব।

তাকায়ে আছি স্তব্ধকাল দৃষ্টিতে,
অদ্ভুতকর্ম।

বুঝি দেখি নাই কোনদিন আগে
বুঝি হয় নাই সাক্ষাৎ সহিত
বুঝি অপেক্ষা করিয়াছিলাম এই জীবন
বুঝি রক্তাক্ত হৃদয়ের অঘোষিত বিস্ময়
বুঝি জীবনের উদাত্ত আহ্বান

করতলে নূপুরের কাঁপানো নিক্বণ
বিস্ময় জাগে, বড় বিস্ময় জাগে।
বেঁচে থাকিবার আশায় তাহারে দেখিয়া।

জানি এ জীবন করিবেনা ক্ষমা
জানি আর্তনাদ করিবে নবাগত পৃথিবী
জানি মরিবে সবুজ বৃক্ষ
চিৎকার করিবে এ জগতের পাখিরা।

তবু হায় এ দরিদ্র কবি
নিরুপায়,
আমার কপালে।

হৃদয়ের সমুদ্রে ঝড় উঠেছে
একটি মহাপ্রলয়ের বিধ্বংসী সুনামি!
তবে কি মৃত্যু হল বেঁচে থাকার?

ক্ষমা করিও প্রেয়সী পারিলে,
বুঝি আর শক্তি নাই লিখিবার
জলে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

কল্লোল পথিক বলেছেন: জানি এ জীবন করিবেনা ক্ষমা
জানি আর্তনাদ করিবে নবাগত পৃথিবী
জানি মরিবে সবুজ বৃক্ষ
চিৎকার করিবে এ জগতের পাখিরা।

চমৎকার কবিতা!
শুভ কামনা জানবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক।
ভালো থাকবেন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ লিখেছেন । B-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

মারুফ তারেক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ মাহবুবুল আজাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: শেষে ভালো লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ সুমন কর
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.