নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

ক্রীডের(CREED) ধর্মবিশ্বাস

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯



যারা অন্যরকমের আধ্যাতিক গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য একটি আদর্শ ব্যান্ড Creed. যার গান শুনতে একটা অন্যরকম অনুভূতি জাগে। যেন গানের মহাবিশ্বে হারিয়ে যাই,

ওদের আত্মা ক্ষয়িত হয়েছে
কারন ওরা এখনও খুজে পায়নি
কিসের জন্য এই জীবনের জন্ম?

their souls are lost
because they could never find
what's this life for?

এই রকমের আরও অনেক অন্যরকম ভাবনার উদয় করা গান রয়েছে Creed ব্যন্ড এর।
যেমন আরও একটি গানের একটি লাইন বাংলা করলে, "তুমি কি আমায় নিয়ে যেতে পারবে, যে দেশে অন্ধ মানুষেরা দেখতে পায়" ?
আবার নিজের সাথেই নিজে কথা বলে 'My sacrifice' টাইটেলের গানটিতে।
আরও শুনুন ' One Last breath' বা 'একটি শেষ নিঃশ্বাস'।
Creed নামটাও অদ্ভুত, বাংলায় করলে হয় 'ধর্মবিশ্বাস'। Creed একটি আমেরিকান রক ব্যান্ড, যাত্রা শুরু করেছে ১৯৯৩ সালে আমেরিকার ফ্লোরিডা থেকে। Creed এর সদস্য সংখ্যা চারজন।
উপরের ছবিটির বাম থেকে যথাক্রমে রয়েছেন স্কট ফিলিপস(Scott Phillips), ব্রায়ান মার্শাল(Brian Marshall), স্কট স্টাপ(Scott Stapp), মার্ক ত্রিমন্টি(Mark Tremonti).

স্কট স্টাপ হলেন Creed এর ভোকাল। যিনি কিছুটা পাগল টাইপের লোক। একবার আত্নহত্যা করতে গিয়েছিলেন।ট্রিগার টিপার আগে তার ছেলের ছবির দিকে তাকিয়ে আর মরতে পারেননি।

উপরের ছবিটি স্কট স্টাপের, ছবিটি 'My Sacrifice' গানটির ভিডিও থেকে নেওয়া।
এই পর্যন্ত চারটি অ্যালবাম বের হয়েছে Creed এর
My Own Prison (1997)
Human Clay (1999)
Weathered (2001)
Full Circle (2009)
Creed এর গানগুলো শুনতে থাকুন আর হারিয়ে যেতে থাকুন অন্য জগতে।

Creed এর গানের লিংক -
ইউটিউব- Click This Link
ড্রেজার- http://www.deezer.com/artist/1783
তথ্যসূত্র- উইকিপিডিয়া

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহবুব বলেছেন: শুনছি কিছু গান। ভালো ব্যান্ড।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

মারুফ তারেক বলেছেন: হ্যাঁ , ধন্যবাদ হাসান মাহবুব।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

দ্বীপ্ত সরকার বলেছেন: সুনতে হবে আরও

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

মারুফ তারেক বলেছেন: ভালো
ধন্যবাদ দ্বীপ্ত সরকার

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আরো একটু লিখতেন ৷লিরিক্যাল ডিটেইলিং ৷

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

মারুফ তারেক বলেছেন: ক্রীডের সব গানগুলোই ভালো লাগে
কোনটা নিয়ে লিখব বুঝতে পারছিলাম না। অন্য একদিন বিস্তারিত লেখতে পারি।।

ধন্যবাদ জাহাঙ্গীর.আলম

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: তুমি কি আমায় নিয়ে যেতে পারবে, যে দেশে অন্ধ মানুষেরা দেখতে পায়
অসাধারণ একটা লাইন।
কিছু গানের এম্পিথ্রি ডাউনলোড দিতেছি।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

মারুফ তারেক বলেছেন: ভালো ,
ওদের গানগুলো অসাধারন লাগে।।
মন্তব্য করার জন্য ধন্যবাদ আরণ্যক রাখাল।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

আমি মিন্টু বলেছেন: ভালো পোস্ট ভালো লাগলো ভাই :)

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন।।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ভাল পোষ্ট। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.