নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা আসবে বলে আজও মরে যাইনি
আজও বেঁচে আছি আন্ধকারে
এই অন্ধকারেই আমি স্বপ্ন দেখি আলোকের।
আসবে কালের সত্য
ওরা করেনি তো ভয় নক্ষত্রের মৃত্যুতে
জেগে আছি এই অসীম শূন্যের প্রান্তে
ওরা আসবে, ওরা আসবে।
সামনে আমার অন্ধকারের হাতছানি
শুরু হবে যাত্রা কালের মৃত্যু দিয়ে
দূর মহাকাশে নয়, এই পৃথিবীতে
ওরা আসবে বলে।
ওরা অসীম অন্ধকারেও স্বপ্ন দেখে
এই অনন্ত যাত্রায় আলো হাতে
ওরাই তো মানুষ
মহাকালের স্রোতে আছি প্রতীক্ষায়।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক।।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন কবি।