নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার চাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩


'পায়খানা' শব্দটি খারাপ, চলুন সবাই 'টয়লেট' শব্দটি ব্যবহার করি।
'যৌনসহবাস' শব্দটিকেও আমরা খারাপ ভাবি, 'সেক্স' না বললে ভাব হয় নাকি?


ভাবতে গেলে অবাক লাগে,এরকম আরও অনেক বাংলা শব্দকেই আমরা খারাপ বলে ব্যবহার করতে চাই না অথবা করি না।
ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের বেশীরভাগ মানুষই জানে না ৮ই ফাল্গুনের কথা।
ফাল্গুনের মান রক্ষার জন্যই শফিক রফিকেরা শহীদ হয়েছিলেন, ফেব্রুয়ারির জন্য নয়।
২১ শে ফেব্রুয়ারি আসলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়,"আমার ভাইয়ের অমুক..."। আর এই সবকিছুই করা হয় ফাল্গুনের মহত্তকে বর্জন করে।
অনেকে বলবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এ কারনে হইছে।।
২০০০ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু, আন্দোলন হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি অথবা ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দে।
ভাষা শহীদ দিবস পালন না করি, একটু হইলেও ৮ই ফাল্গুনরে মনে রাখি।। বিদেশীদেরকে জানানোর জন্য নিজের নাম ভুলে গেলে কেমন হল?

লুঙ্গি তো ভাল নয়, প্যান্ট পরে রিক্সা চালাতে হবে। এই আদেশ দিয়েছিলেন কতিপয় পরগাছা।আবার কোন বাঙালীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরই প্রথমে দেখা যায়।অন্তরে আবর্জনা রেখে বাইরে পরিষ্কার করে কি লাভ?

কথাগুলো বর্তমান সময়ের সাক্ষী আর ভাষা শহীদদের চোখের জলের বহিঃপ্রকাশ। ওদের চোখের জল তো কেউ দেখতে পায় না।

অনেক হয়েছে পায়তারা।এই লোক দেখানো ভালোবাসা বহুদিন ধরে চলে আসছে। আমরা কেউই এর বাইরে নই।
কথাগুলো বলার কারন, অনেকদিন ধরেই তো মুখবন্ধ করে আছি। আর এ কারনে ভাষার বারোটা বাজতেছে। আমরা দেখছি ইংরেজি আর হিন্দির সাথে মেশানো বাংলা ভাষা।

আমরা কী 'বাঙ্গালী' শব্দটি বিলুপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব?
অবশ্যই না।
অন্য সব ব্যাপারে মতের মিল অমিল যাই থাকুক না কেন, বাংলা ভাষার সুস্থতা বজায় রাখার ব্যাপারে সবাই একমত পোষণ করব বলে আশা করি।
চাই‬ না তোমার ভালোবাসা, এইবার সম্মান দিতে শিখ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

গেম চেঞ্জার বলেছেন: পোস্টের বক্তব্যে একমত!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

মারুফ তারেক বলেছেন: সকলের সহমতই আশা করি।।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

ম্যাড ম্যান আকাশ বলেছেন: সহমত।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: হুম, ভালো বলেছেন।

খারাব < খারাপ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ সুমন কর।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাকে প্রায় অবজ্ঞা করা হয় । স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ ও বিস্তার প্রয়োজন ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

মারুফ তারেক বলেছেন: তাদের এমন একটা ভাব যেন বাংলা কোন ভাষাই না ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

সপ্ন বালক বলেছেন: এত বড় একটা বাংলা লেখার মঞ্চ যেখানে আমরা বাংলাতে লেখি, সেখানেই একটা বাংলা পঞ্জিকা দেখি না। বাংলা ভাষার ব্যবহার সভ্য ধন্যাঢ্য বাঙ্গালীদের কাছে কেমন যেন আনকালচারড (!) লাগে। স্বদেশ চেতনা আজকাল কেমন জানি স্মার্টনেস (এর বাংলা মনে পড়ছে না) হিসেবে প্রকাশ করা হচ্ছে। কিছুটা হতাস। তবে আশা রাখি নতুন প্রজন্ম যেন নিজেদের অস্তিত্ত খুজে পায়।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

মারুফ তারেক বলেছেন: আমরা নিজেরাই যেন নিজেদের চিনিনা।।
ধন্যবাদ স্বপ্ন বালক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.