নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্মের আগেই ওরা ভাগ করে ফেলেছে
এই পৃথিবীকে।
খন্ড বিখন্ড হয়েছে পৃথিবীর দেহ।
পৃথিবীর শরীরে আঁকা হয়েছে হাজারো মানচিত্র।
হাজারো দেশ টানিয়াছে বিভাজন রেখা
মানুষে মানুষে।।
একটাই পরিচয় পরিচিত হয়েছে হাজারো নামে
একটাই স্রষ্টার হয়েছে হাজারো নাম
দুর্বল সবল অথবা হিন্দু মুসলিমের জাঁতাকলে পিষ্ট
আজকের মানবতা।।
নিশী কন্যারে বলি
তুমি ভ্রষ্টা নও, ভ্রষ্টা এ সমাজ।
আসছে আগামীর শিশুরা
তোমাদের জন্য কী রেখে যাচ্ছি?
নোংরা শব্দ আর আবর্জনায় ভরা এই পৃথিবী।।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
নির্বাসিত কবি বলেছেন: চমৎকার উপস্থাপনা, আমি অভিভূত।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ নির্বাসিত কবি।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
ধমনী বলেছেন: আসছে আগামীর শিশুরা
তোমাদের জন্য কী রেখে যাচ্ছি?
- ভালো লিখেছেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ ধমনী। উত্তর দিবে কে?
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর ভাবনা