নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা কেবলই স্বপ্ন

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭


আজ ব্লগে লগইন করার পর মন ভাল হয়ে গিয়েছিল। সবখানেই লাল সবুজের মেলা।কিন্তু, পরক্ষনেই খারাব লাগা শুরু করল।

আজ ডিসেম্বরের ১ তারিখ। ডিসেম্বর মাসটি বাংলাদেশীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। ১৯৭১ সালের এই মাসে বাংলাদেশ নামের একটি দেশ আত্নপ্রকাশ করেছিল। পৃথিবীর মানচিত্রে এঁকে নিয়েছিল নিজের অবস্থান। অনেক ত্যাগ ছিল, অনেক আশা ছিল।আজ হয়ত সবই ইতিহাস।
৪৫ বছর হয়ে গেল স্বাধীন হয়েছি। প্রশ্ন হচ্ছে, আসলেই কি স্বাধীন হয়েছি?
"স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।" এই উক্তিটি বারবার আমাদের আমাদেরকে স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝিয়ে দেয়।
হ্যাঁ, আজ আমরা কঠিন সময়ের সন্ধিক্ষণে আছি। আমাদের দেশ কি স্বাধীনতা হারাচ্ছে?দেশের কথা বলতে গেলে চলে আসে দেশের জনগন তথা ব্যক্তি।
আরো একটি শব্দ 'ব্যক্তিস্বাধীনতা'।আমাদের কি ব্যক্তিস্বাধীনতা আছে। আমি যে লিখছি আমার কি স্বাধীনতা আছে? আমি কথা বলি আমার কি কথা বলার স্বাধীনতা আছে?
দেশে আইন করে মানুষের মুখবন্ধ করা হচ্ছে। দেশ স্বাধীন হয়েছে, সে তো অনেকক্ষণ। কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনও আমরা পাইনিও।
আজও আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি ব্যক্তিস্বাধীনতার।আর এই স্বপ্নের মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত স্বাধীনতা।আমি অন্ধকারে হাতরে বেড়াই একফোঁটা স্বাধীনতার জন্য।আমার স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যই প্রাণ দিয়েছিল লক্ষ শহীদেরা।আমাদের আজকের এই তথাকথিত স্বাধীনতা দেখে ওরা আবার জেগে উঠছে।জেগে উঠছে লক্ষ কোটি প্রাণ।
আমরা স্বপ্ন দেখি, একদিন স্বাধীন হব।
যদিও মস্তিষ্কের নিউরনগুলোতে অনেক শব্দ, অনেক কথা, অনেক ভাষা চিৎকার করেছিল। কিন্তু,পথের সামনে বসে ছিল অদৃশ্য শকুন। ওহ! শকুন তো এখন বিলুপ্তপ্রায় পাখি।

‪‎সুতরাং‬, কেউ বলতে চেয়েছিল, কেউ বলবে, কেউ সংগ্রাম করবে, কেউ নাম লিখাবে বিজিতদের দলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: স্বপ্ন সফল হোক:):):):)


http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088717

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.