নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড. মুহম্মদ শহীদুল্লাহ মন্তব্য করেছিলেন- "যে জাতি গুণীর কদর করে না। সে দেশে গুণী জন্মে না।"
ড. মুহম্মদ ইউনুস শুধুমাত্র আমাদের দেশের সম্পদ নন, তিনি সমগ্র বিশ্বের সম্পদ।ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের তালিকায় তিনি নবম স্থানে রয়েছেন।এই তালিকার এক নম্বরে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী চতুর্থ স্থানে, নরেন্দ্র মোদী দশম স্থানে। ভাবতে অবাক লাগে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশের লোক, যিনি সমগ্র পৃথিবীকে ছাপিয়ে গেছেন। অথচ আমরা তার লেজ ধরে টনাটানি করি।ড. মুহম্মদ ইউনুসের নোবেল বিজয় আমাদের অসুখী হওয়ার কারন হয়! সম্মান দেওয়া তো দূরের কথা, সম্মান ক্ষুন্ন করি 'সুদখোর' বলে গালি দিয়ে!
শুধু ড. মুহম্মদ ইউনুসই নন, ড. ফজলে হাসান আবেদ, ড. জামাল নজরুল ইসলামসহ কাউকেই আমরা তাদের যোগ্য মর্যাদা দিতে পারিনি।আমরা কি ইচ্ছে করে সম্মান দেই না, নাকি সম্মান দেওয়ার মত বুদ্ধি এখনো আমাদের হয়নি?
আমার ভয় হয়, আমাদের দেশে কি জ্ঞানী গুণীদের জন্ম বন্ধ হয়ে যাবে?
আমরা কি শুধু অন্ধের মত দেখেই যাব?এই লজ্জা আমাদের সমগ্র জাতির লজ্জা।আমি এই মুহূর্তে সত্যিই লজ্জিত বোধ করছি।
আমরা সম্মান দিতে শিখিনি!
আমি জানি, অনেকেই হয়ত আমাকে ড. মুহম্মদ ইউনুসের দালাল বলে আখ্যা দিবে। দিলে দিক, আমার কোন ক্ষতি নেই।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: "দিলে দিক, আমার কোন ক্ষতি নেই" - তাতো অবশ্যই নেই। কার কথায় কীই বা আসে যায়। সম্মানীয় ব্যক্তিদেরকে গালিগালাজ করা আজকাল ক্ষমতা বলয়ে প্রবেশের সোপানে পরিণত হয়েছে। ক্ষমতাধরদের কৃপা লাভের এক মোক্ষম উপায়ে পরিণত হয়েছে। এ ব্যাপারে যে যতটা অশ্রাব্য হতে পারবে, তার সাফল্য অর্জনের সম্ভাবনা তত বেশী।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪
মারুফ তারেক বলেছেন: মেরুদণ্ডহীন দলকানাদের জন্যই আজ এই অবস্থা। জাতির সম্মুখে দুর্দিন।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
আয়রন ম্যান বলেছেন: সবাই আছে দলবাজিতে। গুণী লোকের সম্মান দিতে বাঙালি শিখেনি।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১
মারুফ তারেক বলেছেন: দুঃখ তো সেখানেই। জাতি হিসেবে আমাদের নিচু অবস্থান।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪
নতুন বলেছেন: দলবাজীতে লাভ আছে। তাই নি`লজ্য ভাবে সবাই নেত্রীকে তেলবাজী করে যাচ্ছে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মারুফ তারেক বলেছেন: আর বলিয়েন না কথা, তবেই যাবে হাড়গোড় অথবা মাথা।
ধন্যবাদ নতুন।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
দ্যা লায়ন বলেছেন: যে জাতী চোর ধরতে পিটাতে জানে সে দেশে আর চোর বাটপার পূনরায় জন্মায়না,,,,
২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
মারুফ তারেক বলেছেন: সেটাই......... কেউ সবখানে ঈশ্বর খুজে পায়, আর কেউ কোথাও পায় না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ দ্যা লায়ন।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৪
ফেরদৌসা রুহী বলেছেন: "যে জাতি গুণীর কদর করে না। সে দেশে গুণী জন্মে না।
এটাই সত্যি কথা। সারা বিশ্বের মানুষ যাকে সম্মান করে সেখানে আমরা উনাকে গালি দিয়ে মজা পাই। যদিও এজন্য বিদেশে উনার ভাবমূর্তি বিন্দুমাত্রও কমেনি।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
মারুফ তারেক বলেছেন: উনাদের মত সম্মানীয় ব্যক্তিদের গালি দিলে সম্মান কমে না, বাড়ে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ফেরদৌসা রুহী।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১
গেম চেঞ্জার বলেছেন: কিছুই করার নাই। দলাবাজীতে সবাই (%) অন্ধ।