নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর জীবন বিলীন হয়ে আসে পৃথিবীর অন্ধকারে।
ক্ষনকাল পড়ে ডাক পড়ে।
আমি বলিঃ হে বৃদ্ধ যাযাবর, একটু দাঁড়াও।
সারা জীবনের সুখ মিটিয়ে
নাবিক তার যৌবন ফিরে চায়।
বৃদ্ধ যাযাবর পারবে কি তা দিতে?
না,
কালক্ষেপন না করে যাযাবর হেঁটে চলে।
আমি বলিঃ
তোমার জন্য একটি সন্ধ্যা
কাব্য লিখব বলে হাত বাড়াই,
আবার সেই বৃদ্ধ!
আমি আবার মিনতি করি।
কিন্তু,যাযাবর আমার কথা শুনেনা।
হেঁটে চলে বহুদূর
আর আমি?
আমি অপেক্ষায় থাকি কালের গর্ভে বিলীন হব বলে।
তবু যুগে যুগে মানুষ এই বৃদ্ধকে বৃথা
ডাকে সঙ্গী না হয়ে।
বৃদ্ধ কিন্তু সঙ্গী খোঁজে
শেষে বলিঃ তুমি সময়,তুমি বৃদ্ধ যাযাবর।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১২
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল ভায়া