নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি লাশেরা জেগে উঠে
যদি জীবন হিসেব চায়
যদি নিপিড়ীত অসহায়েরা একটি যুদ্ধ করতে চায়
আরও একটি মুক্তিযুদ্ধ
যদি মানুষেরা স্বীকৃতি চায়
যদি সত্যেরা চিৎকার করে
যদি ইতিহাস নিজেকে শুদ্ধ করতে চায়
যদি প্রকৃতি বলে প্রতিদান দাও
যদি অসহায় প্রাণীরা বিদ্রোহ করে
যদি ভ্রষ্টা নারীরা অধিকার চায়
যদি আবারও কেউ বলতে চায়
আবার তোরা মানুষ হ
যদি মানবতা প্রতিবাদ করে
তখন তুমি কী বলবে?
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
মারুফ তারেক বলেছেন: আমরা একা একা অসহায়।কিন্তু, অসহায়েরা মিলে শক্তিধর।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
মোঃ এ এইচ বিপুল বলেছেন: "আমি এই ঘৃন্য রাজনিতিক বাংলার এক অসহায় মানব।" সেটাই বলব।