নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজও লাশের গন্ধ পাই,
রাজারবাগ পুলিশলাইন থেকে থেকে সদরঘাট
অথবা টেকনাফ থেকে তেতুলিয়ায়।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে
আমি লাশের গন্ধ পাই।
তাই তো আমি লাশের কথা বলি,
লাশেরাও সংগ্রাম করে
লাশেরাও স্বপ্ন দেখে
লাশেরাও মিছিল করে
লাশেরও বাঁচতে চায়
লাশেরাও বলতে চায়
আমার স্বাধীনতা।
লাশেরাও অস্ত্র ধরে।
লাশের মিছিলে আমরা সবাই
৫২ থেকে ৭১।
লাশ আসে আজ বর্তমানে।
লাশ আসে আজ মশাল হাতে
লাশ আসে আজ পথে পথে
রাজপথে তাই লাশ হাসে।
তাই তো আমি লাশ হব আজ
আমাকেও যে বাঁচতে হবে।
উপরের ছবিটি যশোরের একটি পরিবারের। ১৯৭১ সালে পাকিস্তানি অমানুষদের হাতে শহীদ হয় পরিবারটি। বর্তমান সময়েও আমাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হচ্ছে( ৫৭ ধারা)। বিভিন্নভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। তাই লাশ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।
আজ মানুষ এসেছে
আমি হিন্দু দেখিনি
আমি মুসলিম দেখিনি
আমি বৌদ্ধ দেখনি
আমি খৃষ্টান দেখিনি
আমি নাস্তিক দেখিনি
আমি ধর্ম দেখিনি
আমি জাত দেখিনি
দেখিনি বংশ পরিচয়
আমি মানুষ দেখেছিলাম।
মানুষের ভেতরে আরও একটা মানুষ আছে
মানুষের কাছে তো মানুষ এসেছে
দেখেছ কি তাকে?
করেনি কি চিৎকার আমার মায়ের মানব সন্তান।
তবে তুমি চুপ কেন?
হাহাকার করে মরে মানুষ মানুষের হাতে!
তবে কি চোখ থাকিতে অন্ধ তুমি?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, আমি অনি। আমাদের হাত বাধা, মুখ তালাবদ্ধ। আমরা কি আবারও পাকিস্তানের দিকে যাচ্ছি?
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
আমি অনি বলেছেন: মর্মস্পর্শী