নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ সরকার কেন এমন করছে? শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে সবার কাছে পৌছে দিতে হবে।শেখ মুজিবুর রহমানও তাই চেয়েছিলেন। কিন্তু, এবছর বেসরকারী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে শিক্ষার উপর ৭.৫% ভ্যাট আরোপ করা হল। শিক্ষার উপর ভ্যাট! ভ্যাটের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমেছে। ওরা শিক্ষাকে পণ্য হিসেবে চায় না, অধিকার হিসেবে চায়।
ওরা আফতাবনগরে একত্রিত হয়েছে আন্দোলন করতে। আর পুলিশ বাহিনী ওদের উপর রাবার বুলেট ছুঁড়ল! লাঠিপেটা করল!ছাত্র-ছাত্রীরা আহত হল। একজন শিক্ষকও আহত হয়েছেন।
চিন্তা করতে পারেন, আমাদের দেশের অবস্থান কোথায় গিয়েছে?আগামীতে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? শিক্ষার্থীদের উপর কেন গুলি চালানো হল?
আরও কিছু ছবি দেওয়া হলঃ
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
মারুফ তারেক বলেছেন: ২০১০ সালেও একইভাবে ৪% ভ্যাট আরোপ করেছিল। পরে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে ভ্যাট উঠিয়ে নিতে বাধ্য হয় সরকার।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
সিপন মিয়া বলেছেন: এদেশে আগ্নেয়াস্ত্রের জন্য ভ্যাট নেই। তবে আছে তরলাস্ত্র বা শিক্ষার জন্য ভ্যাট। ম্যাট্রিক ফেলেরা যখন পার্লামেন্ট বসে শিক্ষানীতি প্রণয়ন করছে সেখান শিক্ষার প্রকৃত স্বাদ আস্বাদনের সপ্ন দেখার দরকারই বা কি?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১
মারুফ তারেক বলেছেন: কী আর করার মিয়া ভাই। সরকার দেখাইতেছে, আর আমরা দেখতেছি।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
মেজদা বলেছেন: খুবই দুঃখজনক।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১
মারুফ তারেক বলেছেন: কি আর করার। সরকারের শুভবুদ্ধির উদয় দরকার।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার পিএইচডি হয়ে গেছে; পড়ালেখার শেষ।
ব্যুরোক্রেটরা চাহে না যে, সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়ুক।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৫
মারুফ তারেক বলেছেন: সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়লে উনাদের লস না। যদি কারো ছেলেমেয়ে উনাদের পারিবারিক গদি ধরে টান দেয়। উনাদের ছেলেমেয়েদেরকে ঠিকই যুক্তরাষ্ট্রে পাঠায় দেয়।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১
ফাহাদ মুরতাযা বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০
মারুফ তারেক বলেছেন: উনারা ঠিকই বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসেন, শিক্ষিত হন। উনাদের কোন বাধা নাই।কিন্তু, ভুক্তভুগি এদেশের সাধারন জনগণ এবং তাদের ছেলেমেয়ে।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০
ফাহাদ মুরতাযা বলেছেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"
উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?
উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?
উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।[/sb
-সংগ্রহ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯
মারুফ তারেক বলেছেন: ভালো বলেছেন ফাহাদ মুরতাযা। উনার উক্তিটি যখন নিউজে এসেছিল,পড়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল আবালের কথোপোকথন। উনিনা কি সব উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন বিদেশ থেকে। উনার মুখে এসব কথা মানায় কীভাবে? উনারা ভ্যাটযুক্ত করে শিক্ষার উন্নতি করবেন। বিষয়টি হাস্যকর। উনারা বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার বারোটা বাজিয়েই ছাড়বেন। দেখা যাক সামনে কি হয়। আশা করি শিক্ষার্থীদের এই নৈতিক অধিকারের আন্দোলন সফল হবে।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮
ফাহাদ মুরতাযা বলেছেন: শাহবাগে কয়েকজন মাত্র মানুষের চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার!
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।
থু থু থ
- আহত ছাত্র।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮
মারুফ তারেক বলেছেন: ভাই শাহাবাগে গেছিলাম। তখন ফারহান ভাই বলছিল, সাংবাদিকেরা লিখে নিয়ে যায়। কিন্ত, কোন এক ভূতুড়ে কারনে তা আর নিউজ হিসেবে প্রকাশ পায় না। বুঝতেই পারছেন কোন দেশে বসবাস করছি। ফাহাদ মুরতাযা ভাই কোন বিশ্ববিদ্যালয়ের?
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৩
ফাহাদ মুরতাযা বলেছেন:
কেনো সাংবাদিকরা কিছু লিখতে পারে , কিছু লিখতে পারে না, জানো???
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪২
মারুফ তারেক বলেছেন: ভাইয়া, স্বাধীনতা! আমার এই পোষ্টটি পড়েন। বেশী কিছু লিখি নাই, ভয় পাই তো। Click This Link
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৯
ফাহাদ মুরতাযা বলেছেন: আর কত? এইটা কি ১৯৫২? ১৯৭১? ১৯৯৮৯? ১৯৯৬? আমরা কবে স্বাধীনতা পাবো?
বাংলাদেশিরা টাইম মেশিন বের করে ফেলছে, যেটা দিয়ে অতীতে যাওয়া যায়।
এখন এরশাদ মার্কা নির্বাচন হয়, এখন ৯৬ এর মতো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন হয়, এখন ৫২ সালের মতো গুলি চলে ছাত্রদের উপর।
আর কত?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৭
মারুফ তারেক বলেছেন: আমরা কী আবার পাকিস্তান হয়ে যাচ্ছি?
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
কাজী নজরুলের ছাত্র বলেছেন: একটি স্বাধীন দেশে শিক্ষার মধ্যে ভ্যাট, এটা কখনো মেনে নেয়া যায়না।।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
মারুফ তারেক বলেছেন: অবশ্যই মেনে নেওয়া যায় না।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থনে ঢাবির সাইট হ্যাকড
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার-৭১’ নামে একটি হ্যাকার গ্রুপ।
যদিও তাদের স্লোগান – উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ধার্য সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে আসছে কয়েকদিন ধরে।
তাদের দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন তাদের সঙ্গে রাজপথে না নেমে চুপ আছে, তার প্রতিবাদ জানাতে গ্রুপটি ঢাবির সাইট হ্যাক করে।
বাংলা নিউজে খবরটি এসেছে!
থ্যাংকস সাইবার ৭১। তবুও যদি জাগে! কারো নির্মোহ চেতনা!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
মারুফ তারেক বলেছেন: ভালো বলেছেন বিদ্রোহী ভৃগু । দেখা যাক, সামনে কী হয়।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
আমি এক অপদার্থ বলেছেন: জয় সাহেব কি কোনো নতুন শিক্ষামন্ত্রী হলেন না কি ভিক্ষামন্ত্রী?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
মারুফ তারেক বলেছেন: জয় বাংলা বলে ধানমন্ডি ২৭ এ রাপা প্লাজার সামনে ছাত্রদের উপ হামলা চালিয়েছে। গুন্ডালীগ। Click This Link
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
মো কবির বলেছেন: এই গুলিও ভ্যাটের টাকায় কেনা । পুলিশ তো গুলি চালাবেই ! পুলিশ তো ভাবতেছে যদি সরকার এই ভ্যাট বাতিল করে, তখন হয়তো ওদের বেতন নাও বাড়তে পারে !!! :এই গুলিও ভ্যাটের টাকায় কেনা । পুলিশ তো গুলি চালাবেই ! পুলিশ তো ভাবতেছে যদি সরকার এই ভ্যাট বাতিল করে, তখন হয়তো ওদের বেতন নাও বাড়তে পারে !!! )
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
মারুফ তারেক বলেছেন: কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছে দেশ? ছবি গুলো আমাদেরকে কী মনে করিয়ে দেয়? আবার কি নতুন পাকিস্তান হবে?
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫
কালনী নদী বলেছেন: এই দেশের জনগন শিক্ষিত হইলে একটা সমস্যা আছে, যেহেতু সিলেট একটি প্রত্যন্ত অন্ঞল আর এখানকার বাসিন্দাই আমি- চা বাগানের বাগানিদের প্রায় সবাই অশিক্ষিত তারা সারা দিনের রুজি দিয়ে বাংলা মদ খেয়ে সারারাত সমস্ত দুঃখ ভুলে গিয়ে পড়ে থাকেন । সিটি কর্পোরেসন থেকে প্রতিদিনই সন্ধার পর বিশাল একটি ট্রাকের মাধ্যমে তাদের প্রয়োজনীয় মদ সরবরাহ করা হয়।ছেলেবেলা থেকেই তাদেরকে এই মনোভাব দিয়ে বড় করা হয়। এটা ছিল ব্রিটিসদের চাল। বর্তমান সময়ে যাদের পয়সা আছে তারা বড় লোকেরই আত্নীয়স্বজন তাই কম জাত অশিক্ষিত থাকলে সরকারেরই ফায়দা। গরীবরা বরাবরি অবমুল্যায়িত এদের গুলি করে মারাই শ্রেয় ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬
মারুফ তারেক বলেছেন: শিক্ষা শুধু এলিটদের জন্য। আর মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওদের গোলামী করবে।তা হবে না। তা হবে না।
এই দেশ শ্রমিকের দেশ, এই দেশ মধ্যবিত্তদের দেশ। এদের টাকাতেই দেশ চলে। মালের মাল খাওয়ার টাকা শিক্ষার্থীরা জোগাবে কেন?
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬
কালনী নদী বলেছেন: আমাদের হাত থেকে বন্ধুক কেড়ে নিছে স্বৈরাচারের দল সেই উদ্দেশ্যেই ।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
মানবী বলেছেন: শেখ মুজিব কি চেয়েছিলেন বা জিয়াউর রহমান কি চেয়েছিলেন তা নিয়ে আমরা আজও পরে আছি বলেই এমন দুর্দশা। দুর্দশার আরো বড় কারন ৫নং মন্তব্যে দেখানো স্যুট টাই পড়া কীটগুলো। এরা দেশটাকে আদতেই বাপ নানার সম্পত্তি মনে করে।
নিরী্হ ছাত্রদের প্রতি পুলিশের এমন সন্ত্রাসী আচরনের তীব্র নিন্দা জানালাম।
পোস্টের জন্য ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪১
মারুফ তারেক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মানবী।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২
অজ্ঞাত অন্বেষা বলেছেন: আমরা কখনও রাজপথে নেমে আন্দোলন করিনি, তাই পুলিশদের, সাধারন জনগণের উপর গুলি ছোরার সুনিপূণ কৌশলটি আমরা কখনই দেখি নি। সেটা প্রদর্শন করতেই গুলা ছোরা র কি... কথায় আছেনা? "জোর যার মুলুক তার" সেটাই ইকটু বুঝানর চেষ্টা করলো আর কি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০
মারুফ তারেক বলেছেন: এজন্যই তো প্রতিরোধ গড়ে তুলতে হবে।ওদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা শিক্ষার্থীদের সাথে নেই, তাদেরকে শুধু মার্টিন নেমলারের কবিতাটি শোনাতে ইচ্ছে করে।
যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম,কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৪
বিপরীত বাক বলেছেন: আমার একটা প্রশ্ন।।
সবাই বলছে, " শিক্ষা হল অধিকার "..
কিন্তু আমার জানা মতে, উচ্চশিক্ষা কোন মৌলিক অধিকার নয়।।।
সরকার এটা সবাইকে দিতে বাধ্য নয়।।।
কেউ কি ক্লিয়ার করবেন??
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
মারুফ তারেক বলেছেন: অবশ্যই মৌলিক অধিকার। নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানিসহ বিশ্বের বিভিন্নদেশে উচ্চশিক্ষাকে ফ্রি করা হয়েছে। আর আমাদের উল্টো ভ্যাট!
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৬
ফাহাদ মুরতাযা বলেছেন: @ বিপরীত বাক , আপনি এই 'উর্বর' চিন্তা নিয়ে ব্লগে ঘুরে বেরাচ্ছেন, দয়া করে বলবেন "উচ্চশিক্ষা কোন মৌলিক অধিকার নয়" এটা কোথায়(আইন বা সংবিধান) লেখা আছে??
তাহলে কিয়ার করতে (বা হইতে, যদি দেখাইতে পারেন তাইলে তো আমগোরে......) সুবিধা হইত।
লিঙ্ক/রেফারেন্স দিয়েন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
মারুফ তারেক বলেছেন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এগুলো আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করতে সরকার বাধ্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
নতুন বলেছেন: জনগনের টাকায় কেনা গুলি জনগনের উপরেই করছে।
পুলিশ/রাজনিতিকরা জনগনের উপরের গুলি করার চিন্তায় একটু ভাবেনা যে কেন গুলি করতে হবে? কেন আলোচনা করে সমাধান করা যায়না?
সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে তবে পানি ঘোলা করে খাবে এই যা।