নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির মানুষটির নাম ক্লিন্টন রিচার্ড ডকিন্স। রিচার্ড ডকিন্সকে নাস্তিকদের গডফাদার বলা চলে। তিনি একজন ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক।রিচার্ড ডকিন্স ১৯৪১ সালে কেনিয়ার উপনিবেশ নাইরোবিতে জন্মগ্রহন করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর চার্লস সিম্নোয়ি চেয়ার ইন দি পাবলিক আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স-এর অধিষ্ঠিত ছিলেন, সম্প্রতি ২০০৮ সালে তিনি এই পদ থেকে অবসর নিয়েছেন । অধ্যাপক ডকিন্স 'সেলফিশ জিন' গ্রন্থটির জন্য বিদ্বৎ সমাজে পরিচিত। তার অন্যান্য গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে আছে, এক্সটেডেড ফেনোটাইপ, ব্লাইন্ড ওয়াচমেকার, রিভার আউট অব ইডেন, ক্লাইম্বিং মাউন্ট ইম্প্রবেবল, আনউইভিং দ্য রেইনবো, ডেভিলস চ্যাপ্লিন, অ্যান্সেস্টর টেল, দ্য গড ডিলুশন এবং দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। তিনি আধুনিক বিশ্বে সাধারণ মানুষদের মধ্যে বিবর্তনকে জনপ্রিয়করণে বিশেষ ভূমিকা রেখেছেন।
রিচার্ড ডকিন্স The God Delusion নামের বইটি ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছে।এই বইটিতে তিনি পদার্থবিদ্যার থিওরি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে, 'God' বলতে কিছু নেই। থাকতেই পারেনা।
তার মতের সাথে দ্বিমত পোষণ করে থিওলেজিসিয়ান টমাস একুইনাস (Thomas Aquinas) ঈশ্বরের পক্ষে অনেকগুলো যুক্তি দিয়েছেন।এর মধ্যে অন্যতম একটি হল, Nothing moves without a prior mover. Something had to make the first move, and that something we call God.
বর্তমান বিশ্বে নাস্তিকতা ছড়িয়ে দেওয়ায় Richard Dawkins অন্যতম ভূমিকা পালন করেছেন।তিনি তার জীবনে আর কিছু না করলেও তার অনুসারী বহু নাস্তিক তৈরী করেছেন।তিনি বর্তমানে ইথলোজিস্ট হিসেবে কাজ করছেন।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৭
নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=9FiHRVb_uE0
গড ডিলিউসন ...
https://www.youtube.com/watch?v=BLtOffrpsHQ