নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

জীবনের শেষেঃ

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

এইসব দিনরাত্রিগুলো যখন শেষ হয়
ফুরোয় এ পৃথিবীর কর্মময় জীবন,
জীবনের অবসান।
তখনও ঝাউ গাছে মাছরাঙার ডাক শুনা যায়।
উড়ে আসে শীত পাখিদের দল।
তখন হয়ত আমার উপস্থিতি তোমাদের চোখে পড়ে না।
আমার ভাষা বোঝেনা পৃথিবী,
তাই আঁধারের আলো মূর্ছা যায়।
পৃথিবী চলে যায় পৃথিবীর মত করে
সময়ের আবর্তনে শুধু সময়ই থেকে যায়,
থেকে যায় ফ্রেমে বন্দী দীর্ঘশ্বাস।
তবুও জীবনের দোলাচলে দোলে পৃথিবী।
তবুও এ সংসার
কবি ব্যাবচ্ছেদ করতে ব্যর্থ হয়।
তবুও আমি তার কথা বলি,
বলি জীবন সংসার পাখিদের নিয়ে।
বলি আমি জীবনকে দেখেছি
হেঁটে গেছি বহুদূর জীবনের পথে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা ভীষণ। ভাল থাকা হোক অনেক।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.