নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

এই বাংলায়

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫১

এই অমানিশার অন্ধকারে আঁধারের পাড়ে ডুবে গেছে চাঁদ,
ক্ষয়িষ্ণু দেহ পড়ে রয় বিছানার কিনারে।
কে কবে বলয়াছিল তোমারে নিয়ে যেয় ধান ক্ষেতের দেশে,
যেখানে শিশির ভেজা শীর্ষে ঘাস ফড়িঙয়েরা খেলা করে।
আর এক সমুধুর বাউলিয়া গানের শেষে তুমি কি বলিতে চাও
তুমি কি শুনিতে চাও অন্য কোন দুঃসময়ের সুর ?
জোনাকির আলোয় জামরুল বন,
এ যেন এক আলোক উজ্জ্বল সভা।
তুমি বল কোথায় দেখিতে পাবে?
কোথায় তোমার কাননবালা কোথায় তোমার ঋতু ?
আকাশ ফাঁড়িয়া কে দেবে উঁকি জোছনার মিনারে ?
তুমি কি বলিতে চাও সাদা বক দেখিনি অনেকদিন,
শুনিনি স্রোতের শব্দ মৃদুমন্দ বাতাসে।
মেঠো পথ ধরি হাটিনি অনেকদিন,
করিনি পান মিষ্টি জল,
দেখিনি রোদ্দুর রাখালের চোখ ছুয়ে যায়।
আরও যদি বল হারিয়ে যাইনি সবুজের দিগন্তে ভেজা কাক হয়ে।
তবে চলে এসো, চলে এসো
এই বাংলায়।
দিগন্ত চাহিয়া মুখ করিবে সমর্পণ ,
সবুজ মাঠের দেশে হইবে নিরুদ্দেশ।
কাটিবে অন্ধকার, এই দেহে মিশে যাবে সবুজের প্রাণ।
পৃথিবীর রূপখানি মিশে গেছে এই বাংলায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.