নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

একটি ঘোষণা

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬


প্রিয় বন্ধুগণ,
আপনারা জানেন যে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭.৫% ভ্যাট না কমানোর সিন্ধান্তে অনড় অবস্থান করছেন।তার মানে তিনি ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে আরও কঠোর করার জন্য আহ্বান জানাচ্ছেন।তাহলে তাই হোক।শুরু হোক অধিকার আদায়ের নতুন ইতিহাস।নেমে আসুন অধিকার আদায়ের তাগিদে।অধিকার নিয়ে বাঁচার তাগিদে।দেখা হবে রাজপথে।
ধন্যবাদ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৫

মিজভী বাপ্পা বলেছেন: কি আর করা ভাউ :( সরকার নিজেই চাইছে গদি থেকে নেমে যেতে আর খামাখা স্টুডেন্টদের পিছনে লাগছে :( শুধু ছাত্ররা না শিক্ষকদেরও একজোট হওয়া দরকার এবং প্রধানমন্ত্রির কাছে একত্র হয়ে আবেদন করা দরকার। কারণ ঐ মাথা মোটার মত সুবুদ্ধি বলে কিছু নাই তাই কালো টাকা হাতানোর পাঁয়তাঁরা করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রি এবং রাষ্ট্রপতি অবশ্যই দৃষ্টি দিবেন যদি উনাদের কাছে সঠিক ভাবে এই সমস্যাটা তুলে ধরা হয় :(

এসবই আশার বাণী। স্টুডেন্ট রা পারে না যে এমন কিছুই না। তবে শিক্ষকদের এবং ইউজিসির ও একাত্মতা লাগবে তাহলে এই ভ্যাট প্রত্যাহার করা সম্ভব হতে পারে :)

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪১

মারুফ তারেক বলেছেন: ইউজিসির কথা বলছেন,ইউজিসি হচ্ছে আর এক দালাল।এর আগে কয়েকটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন বাতিলের নামে ইউজিসি টাকা নিয়েছে,যা সত্যিই দুঃখজনক।কিন্তু,এখন ইউজিসি একথা স্বীকার করবে না।আমরা আবার কী করে ইউজিসিকে বিশ্বাস করব?

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৯

শাহরিয়ার সনেট বলেছেন: ঠিক কইছেন ভাই...

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫০

কস্কি বলেছেন: আমাদের মধ্যে ইউনিটি আনা লাগবে প্রথমেই !!!

আমরা মোটেও ফার্মের মুরগী নই এইটা জানান দেয়ার সময় এল বলে B-))

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০২

মারুফ তারেক বলেছেন: অবশ্যই ইউনিটি আরও জোরদার করতে হবে।তবে আমাদের রাজপথের আন্দোলন আরও জোরদার করতে হবে।কারন,এদেশের সবারই চামড়া মোটা।সূচ না ফোঁটালে কারও গায়ে লাগে না।আমাদের লেখালেখি বেশী একটা কাজে আসে না।রাস্তা অবোরোধ করলে ঠিকই সংবাদ হয়।

৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৭

স্বপ্নবাজ শয়ন বলেছেন: আন্দালন ফান্দোলন করে কিচ্চু হবেনা,,,,ওরা ভালোন

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:১০

মারুফ তারেক বলেছেন: আশা হারালে হবে না।আমাদের ছাত্র-ছাত্রীরা ২০১০ সালে করে দেখিয়েছিলেন।এখন সময় এসেছে আমাদের।জয়ী আমরা হবোই।ইনশাআল্লাহ্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.