নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের জাদুঘর থেকে শব্দ এলঃ
মুক্তি চাই।
অবশেষে অধিকার আদায়ের চিৎকার।
নিপীড়িত মজলুমেরা গর্জে উঠল।
ক্ষেত খামারের যন্ত্রের জাঁতাকলের যন্ত্রনায়
পিষে মরা কৃষকেরা হুংকার দিল।
লুটেরা পুঁজিবাদী সমাজের দস্যুরা কেঁপে উঠল।
প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পৃথিবী সংগ্রামী জনতার পক্ষ নিল।
বহুদিন পর সেদিন বৃষ্টি নেমেছিল।
কালো অন্ধকারে কলুষিত পৃথিবী তার দায় থেকে মুক্তি নিল।
এ কোন কল্পনার বাক্য নয়,
নয় কোন সস্তা প্রলাপ।
চাই সবার একটু মিলিত চেষ্টার প্রয়াস,
একটি পৃথিবীর জন্য।
©somewhere in net ltd.