নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্নসরকে নিশীরঙীনীদের আর্তচিৎকারে আমার ঘুম ভাঙেনি।
ভিক্ষা করে জীবনধারণ করছে প্রবীণ অথবা শিশু ।
স্বীকার নামক অস্থিরতায় ভুগছে আমাদেরই কেউ একজন।
তবুও আমার ঘুম ভাঙেনি,
কী আশ্চর্য, সকালবেলা দাবী করছি আমি মানুষ!
মানবতা অথবা মানুষ,যাই হোক না কেন,
শব্দগুলোকে আজ জাদুঘরে পাঠানো হোক।
কেউ কি আর আসে মানবতার বানী নিয়ে ?
বড় সাধ করে আমি নাম দিয়েছিলাম, তোমাকে মানুষ।
মনেহয়, আরও একটি ব্যর্থতা।
কেন নামে আকাশ ফেড়ে অন্ধকার?
আশার আলো দেখিয়েছে যে পথিক,ফিরে আসে নাই।
তবু অপেক্ষায় থাকি,মানুষের অপেক্ষায়।
আমি জানি,রাতের শেষেই নতুন করে সূর্যোদয় হয়।
আর রচনা করি হাজার বছরের ইতিহাস।
©somewhere in net ltd.