নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের সহজাত প্রবৃত্তিগুলো
খেলা করে।
আর চলে যাই সভ্যতার শিকড়ে,
যেখানে জন্মেছিলাম আমরা।
বিশটি বছরঃ এ যেন দুঃসহ যন্ত্রনা।
আর একটা নিঃসঙ্গতা আমাকে
গ্রাস করে।
মনে হয় ঘুমাইনি কতকাল,
বাড়ছে দায়িত্বশীল পৃথিবীর চিৎকার।
সময়ের আবর্তনে আমরা সবাই ধাবমান।
আমি যতই নতুনকে কাছে পাচ্ছি,ততই
পুরাতনকে হারাচ্ছি।
আমি সময়কে বলেছিলাম একটু থাম।
কিন্তু,সময় আমার কথা রাখেনি।
গতকাল কাল হয়েছে,হয়েছে অতীত।
©somewhere in net ltd.