নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকেই খুঁজছি প্রাচীন থেকে রেনেসা যুগ পর্যন্ত।
তারপর অন্ধকার যুগের শেষে আমি এসেছি একুশ শতকে।
পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে গিয়েছি বহুদূর।
আমি জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে হারিয়ে গিয়েছি মাদাগাস্কার দ্বীপে।
আকাশের দিকে তাকিয়ে আমি স্বপ্ন দেখেছি আন্ত-ছায়াপথ যোগাযোগের।
হয়তো অন্য কোন মহাকাশে তোমার অবস্থান।
আকাশের পরিমন্ডলে আমি ছায়া আঁকি তোমার।
বৃষ্টিগুলো বেদনা হয়ে যায়।
সময়ের আবর্তনে সকিছুই একসময় ধূসর মনে হয়।
আমি আবার ফিরে যাই,
যেখানে নদীগুলো সমুদ্রে মিশে গেছে।
তারপর আরো দূরে,আরো দূরে।
যেখানে পর্বতেরা আকাশ ছোঁয়,
নীল দিগন্ত পৃথিবীতে মিশে যায়।
তারপর নেমে আসে অন্ধকার,
আষাঢ়ের মেঘে শ্রাবণের অন্ধকার।
আমি আবারও আবারও খুঁজে চলি।
আমার আত্না নীল হয়ে উঠে,
আত্নার সাথে আত্নার মিল খুঁজে।
গন্ধ পাই নীলাম্বড়ীর,আমলকির বন মূর্ছা যায়।
আমি খুঁজে পাই তোমাকে, আমার মধ্যে।
আমার মনের ভিতরে একটা বাড়ী আছে,
আর সেখানেই তোমার বসবাস।
মহাশূন্যের পরেও আমি তোমাকে বাস্তবে আনতে পারিনি।
দেখা হয় প্রতিদিন, নিশি জাগার আগে।
স্বপ্ন নিয়ে বেড়ে উঠে প্রত্যেকটা সকাল।
আমি বের হই পৃথিবীর পথে, তোমাকে খুঁজব বলে।
©somewhere in net ltd.