নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার হৃদয়ে দ্রাক্ষিমাংশ আর
অক্ষাংশ আঁকি।
সেখানে অক্ষগুলোও অবস্থান করে।
আমার হৃদয়ের মূলবিন্দু থেকে
ঋণাত্বক অথবা ধনাত্বক যে দিক
থেকেই অসীমের পথে যাত্রা করি
না কেন,আবারও মূলবিন্দুতে ফিরে
আসি।
আমার হৃদয় কখনো বৃত্ত অথবা গোলক
হয়ে যায়।
আর এখানেই আমার পৃথিবী অবস্থান
করে।
বেঁড়ে উঠে তার মত করে।
মন,আমাদের শরীরে সাথে
যোগাযোগ করে।
সেখানে আমাদের শরীর পদার্থ বিজ্ঞানের
সুত্রগুলো মেনে চলে।
আমাদের শরীরের ভেতরে বিভিন্ন
রাসায়নিক বিক্রিয়ার ফলে
প্রেম,ভালোবাসা,মায়া ইত্যাদি
অনুভূতির জন্ম হয়।
গনিত দ্বারা এখনও আমারা ধর্ম,বিশ্বাস
ইত্যাদিকে প্রকাশ করতে পারিনি।
বিঃদ্রঃ গনিত বিজ্ঞানের ভাষা।
©somewhere in net ltd.