নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগেও আমার বিশ্বাস ছিল
বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছে।যদিও কিছু
সমস্যা ছিল,বাংলাদেশ সরকার নির্বাচনের
নামে প্রহসন করেছিলেন।এ কথা আমরা সবাই
জানি।যাইহোক,মনে করেছিলাম সরকার
স্থায়ী হলে দেশ সামনের দিকে ভালোভাবেই
এগুবে।
কিন্তু না আমার বিশ্বাস ভেঙে গেছে।আমরা
সবাই চাই,আমাদের সরকার হোক দেশবান্ধব।
সরকার দেশের কথা বলবে,জনগণের কথা বলবে।
যদিও বর্তমানে সরকারকে দেশের চাইতে
ভারতকে নিয়েই বেশী ব্যাস্ত বলে মনে হচ্ছে। হয়তোবা ক্ষমতা হারানোর ভয় চেপে বসেছে।
বাংলাদেশ সরকারের কিছু কর্মকান্ডে আমি
অবাক হতে ব্যাধ্য হয়েছি।বর্তমানে দেশের
বিভিন্ন অভ্যন্তরীন বিবাদের সমাধান হচ্ছে
না।ধরাযাক,হলমার্ক কেলেঙ্কারী।
আমাদের অর্থমন্ত্রী মহোদয় তো বলেই ফেললেন,নিজেদের লোক থাকার কারনে এ বিষয়টি
নিয়ে কিছু করা যাচ্ছে না।তার মানে কী
দাড়ায়?
উনি এ কথা স্বীকার করার জন্য ধন্যবাদ
জানাই। এই ক্ষতি পূরণের জন্যই হয়তো তিনি
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভ্যাট
বসিয়েছেন।একটি ভুল ঢাকার জন্য হয়তোবা
আরেকটি ভুল করছেন।শিক্ষার মধ্যে ব্যাবসা ঢুকাচ্ছেন খুব ভালোভাবেই।
চলবে.…
©somewhere in net ltd.