নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনার ভাইরাসের এই মহামারীতে
দেবতা জিউস ভাবলেন এবার কিছু ত্রান দিতে বাংলাদেশে আসবেন। ইউরোপ আমেরিকা অনেক হয়েছে এবার একটু ত্রান বিতরনের জন্য এশিয়া দিকে যাওয়া যাক।
করোনায় যখন বঙ্গদেশ লক ডাউন তখন রথে উড়ে আসছিলো, হঠাৎ তার ওয়েরলেসে বার্তা এলো
"স্যার আপনি বঙ্গদেশের আকাশসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করেছেন "!
হতভম্ব দেবতা জিউস নিচে নামতে বাধ্য হলেন।
বিমান চলাচল কর্তৃপক্ষ কোন ভাবেই দেবতা জিউসের যুক্তি মানতে পারলোনা যে এটা একটা উড়ন্ত যান।
: স্যার এই বাহন আকাশে উড়ার অনুমতি আমরা দিতে পারিনা ! কিংবা আপনার পাইলটের লাইসেন্স কই?
: কিন্তু আমি তো উড়েই আসছিলাম, আপনারাই তো নিচে নামতে বললেন!
: স্যার এতোকিছু আমরা জানিনা। আপনার এই যান আমাদের দেশের আকাশ সীমার উড়ার যোগ্য না।
ব্যর্থ যুক্তিতর্ক শেষে জিউস যখন বের হচ্ছিলো ঠিক তখনই তার রথের সামনে এসে থামে পুলিশের একটা গাড়ি।
: ওই নিচে নামেন। নাম কি?
: দেবরাজ, আমি মহান জিউস।
: এএ !! কে? জিউস এইডা আবার কি নাম!! এইডা কি গাড়ি? চাকা কই?
: মাই চাইল্ড আমি আমি দেবরাজ জিউস করোনা আক্রান্তদের জন্য কিছু ত্রান নিয়ে এসেছি।
: ঠিকাছে মাগার এই গাড়ির ফিটনেস আছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে?
: এটা তো গাড়ি না, রথ। ড্রাইভিং লাইসেন্স কিসের!!
: আরে মিয়া এইসব কথাই তো হবেনা। কিছু মালপানি ছাড়েন !!
পুলিশের ক্যাচাল শেষ করে জিউস যখন বিরশ বদনে রাস্তায় নামলো, বঞ্চিত মানুষগুলোকে দেখে সব দুঃখ ভুলে খুশি হয়ে গেলেন। তিনি তাঁদের যখন ত্রান বিতরণ করতে যাবেন তখন কিছু লোক এসে তার গতিরোধ করলো। তারা নিজেদের কাস্টমের লোক পরিচয় দিয়ে জানতে চাইলেন এই সব পন্যের কর পরিশোধ হয়েছে কিনা? চালান দেখতে চাইলো?
করফাঁকির মামলায় যখন জিউস জামিন হয় তখন করোনা মহামারী শেষ হলো তিন মাস আগে। জেল থেকে বের হয়ে কাঁদো কাঁদো জিউস যখন নিজের রথের খোঁজ চাইলেন জানতে পারলেন, তার রথের সিংহ গুলকে কোন এক মন্ত্রীকে পশু মন্ত্রনালয় উপহার হিসেবে দিয়েছে। আর রথের বাকী অংশটুকু মানে কেবিনটা থানার সামনে থেকে চুরি হয়ে গেছে।
তারপর বঙ্গবাসী ফেসবুকে ইভেন্ট খুলে চাঁদা তুলে জিউস কে ফিরতি পথের ফ্লাইট টিকেট উপহার দেয়। বঙ্গদেশ ভ্রমণের পর জিউস দেশে ফিরে গিয়ে রিটায়ার্ড হয়ে যান। পরবর্তী জীবনে তিনি একটা বেস্ট সেলিং বই লিখেন বইয়ের নাম "রঙ্গে ভরা বঙ্গদেশে '
©️Ferdous Hasan Kaysan
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসি তামশার নাই শেষ
রঙ্গ ভরা র্বঙ্গ দেশ।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:১২
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
৪| ০৫ ই মে, ২০২০ সকাল ১০:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশ চলছে বজ্রআঁটুনি ফশকা গেরো পদ্ধতিতে। বিনোদন মূলক লেখার জন্য ধন্যবাদ ।
৫| ০৫ ই মে, ২০২০ সকাল ১০:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন রম্য!
হিরক রাজা লজ্জ্বা পাবে
জিউসও ফিরে যাবে!
মাৎসানায়ের স্বৈরাচারে
আমজনতা এমনি মরে!
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
নেওয়াজ আলি বলেছেন: সত্যই সেলুকাশ । রঙ্গে ভরা আমার দেশ।