নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
: আম্মু আমি বাইরে যাবো,
*এত রাতে বাইরে কেনো?
: বৃষ্টিতে ভিজব :/
* What? এই তুমি শুনছো? ও নাকি ভিজবে!!
# একদম না!! খবরদার!! ভিজলে তোমার জ্বর আসবে, আর তোমার বৃষ্টির পানি মাথায় লাগালেই না মাথা ব্যাথা করে!!
: আমার খারাপ লাগছে খুব, একটু যাই
# আচ্ছা,, বৃষ্টি নামলেই তোমার এত খারাপ লাগে কেন ?? প্রেম ট্রেম করছো নাকি আজকাল?
গোল্লায় যাও!!
* এই,,এই শুনো, ,পাগল ছেলে!! কই যাও!!?
অন্তত #রেইনকোটটা নিয়া যাও!! মায়ের এতটুকু কথা তো শুনো...
----
রাস্তার মোড়ে #রেইনকোট গায়ে ভিজছে একটা ছেলে,,
তাকে পাহাড়া দিতেই যেনো,, কিছুটা পিছনে,রাস্তার ওপারে - বড় একটা ছাতার নিচে এক মধ্যবয়স্কা স্বামী স্ত্রী দাঁড়িয়ে।
সেদিন রেল স্টেশনে পাওয়া, ময়লা ন্যাকরায় পেচানো ছোট শিশুটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে - নস্টালজিক তাদের মন।
ঠিক ২৩ বছর আগে, সেই রাতেও কিন্তু এমনি ঝড়-বৃষ্টি ছিলো...
সে রাত থেকে আজ পর্যন্ত, #রেইনকোটের মত পৃথিবীর সব ঝড় বৃষ্টি থেকে আগলে রেখেছেন তারা আমাকে।
- -- ---
বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে রাস্তার দু'পাশের মানুষগুলোর চোখের জল।
এক পাশে পূর্নতার আনন্দে,, অন্য পাশে না বলা চাপা অভিমানের
২২ শে মে, ২০১৮ রাত ৮:১৭
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: ধন্যবাদ আপু
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অল্প কথায় সুন্দর গল্প।
২২ শে মে, ২০১৮ রাত ৮:১৭
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: ইমোশনাল হয়ে গেলাম
২২ শে মে, ২০১৮ রাত ৮:১৯
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন:
৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: বিষন্ন করে দিলেন ভাই।
২২ শে মে, ২০১৮ রাত ৮:১৮
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: অনেক সত্যি কথা যে
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬
আমিনা আক্তার লিমা বলেছেন: খুব সুন্দর লিখেছেন