নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

গোলাপচক্র

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২

ঢাকায় আসার পর থেকে চন্দ্রিমা উদ্যান জায়গাটা আমার খুব প্রিয়। ছিম ছাম,নিরিবিলি একটা পরিবেশ। বিকেলের সময়টাতে,যখন,, বিজয়সরনী থেকে চন্দ্রিমার পাশ দিয়ে -
গাড়ী চড়া একদল মানুষ যখন অফিস থেকে বাসায় ফিরতে ব্যস্ত, তখন এখানে মিষ্টি আলোয় অন্য রকম এক হাট বসে।

আমি একটু ইন্ট্রোভারট মানুষ,, মানুষের সাথে কথা বলতে ভাল লাগে না,,একটু ভয় ভয় করে,, কিন্তু মানুষ দেখতে আমার বেশ লাগে।

জীবনে সফল স্বপ্ন বাজ মানুষগুলো বার্ধক্যে এসে একটু অবসর কাটায়, হাসি-খুশি কাপল গুলো হাতে হাত রেখে নতুন কোন স্বপ্ন দেখে আবার কিছু ছেলে মেয়ে সাই সাই করে ছুটে চলে,,পায়ের নিচে চাকার জুতো- স্কেট বলে মনে হয়! শহরের নতুন ট্রেন্ড।
আর,,মাঝে মাঝে কিছু ইয়াং অপ্সরীদদের দেখা যায়। হাই ক্লাস বখে যাওয়া বালিকা। অর্থ দিয়ে তাদের সময় কিনতে হয়।ওদের দিকে আমার তেমন আগ্রহ নেই-আমি বেকার মানুষ,,টাকা পয়সার খুব টানা টানিতে আছি।একটা ব্যাবসা খুজতেসি। বিশ্বস্ত পার্টনারশিপ পাওয়া এ যুগে যদিবা মুশকিল।

- ভাইয়া, একটা গোলাপ নেন!
: এই যাও তো...
- ভাইয়া নেন না,, না খাইয়া আসি,,প্লিজ!

শুদ্ধ উচ্চারনে প্লিজ বলতে শুনে একটু কৌতুহলি হই,, মেয়েটার নাম আমিনা। এতিম মেয়েটা নাকি # পথ শিশুদের স্কুলে যায়। আমিনার থেকে দুটো গোলাপ নিয়ে ওকে বিদায় করলাম।

#
আমি ইন্ট্রোভারট লোক। মানুষ আমার খুব একটা ভাল লাগে না। মানুষ দেখেই আনন্দ আমার।আর,,হালকা পাতলা ধান্দা করি এখন।

এক সাস্থ্ববান সুন্দরী মেয়েকে দেখা যাচ্ছে, খালি চেয়ার খুজতে খুজতে এদিকে আসছে।সকালের দিকে এদিকে খালি চেয়ার পাওয়া যায় না। নি:সন্দেহে মেয়েটা ফিল্মে চান্স পেতে পারে,

ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে

কথা গুলো আমার না,,হুমায়ুন আজাদের

-এই যে,, হেই,, আপনি একটু চেপে বসেন না !
: (আমি চেপে বসি)
- আরেকটু ডানে !
: কি করবো ?
- আরেহ! আপনি বাংলা বুঝেন না ? জায়গা দিয়ে বসবেন wink emoticon

: জ্বী বাংলা বুঝি ! (বুঝতে পারলাম,, সকাল সকাল এক বাচালের পাল্লায় পড়লাম)

- আসলে সকাল বেলা জগিং এ আসলে এখানে বসি,,এটা আমার খুব প্রিয় জায়গা। গাছের ছায়ায়,, রাস্তা থেকে একটু আড়ালে নিরিবিলি :)

: ওহ,,

- বাই দি ওয়ে,, আমি সামিয়া। :D

: ভালো!

- আপনি ?

: আমি লুতফর. :( .. (মনে একরাশ বিরক্তি নিয়ে)

-আপনার শার্ট টা সুন্দর কিন্তু - নীল । ;)

: থেনক্স :)

- নীল আমার খুব প্রিয় রং। মানে নীল জাতীয় আমার সব কিছু প্রিয়।
..ধরুন,,আমার প্রিয় লেখক সুনীল, প্রিয় বই অবনীল, প্রিয় ব্যক্তিত্ব নীল আম্রস্ট্রং slightgrin emoticon
: D

-বাহ! :/

: নীল হলো মনের রং, ভালবাসার রং। গাঢ় নীল স্পষ্ট চিন্তার অনুপ্রেরণা দেয় আর হালকা নীল মনে শান্তির পরশ বুলিয়ে দেয়, মনযোগ স্থির রাখতে সাহায্য করে। :)


- ওহ! :/

: আচ্ছা,,আমি কি আপনাকে খুব বিরক্ত করছি।? আমার মত সুন্দরি একটা মেয়ে,, পাশে বসে বক বক করেই যাচ্ছি, আর আপনি 'বাহ' 'ওহ' 'আচ্ছা' করে যাচ্ছেন।
আপনাকে বিরক্ত করলে সরি,, আমি চলে যাচ্ছি। :(

-সরি, আমি আসলে কথা কম বলি।আপনি বসুন (সৌন্দর্য উপভোগ্য, অবহেলা করা অন্যায় - আর আমি কোনো ঋষি পুরুষ নই, যে ধ্যান ভঙ্গ হবে)

: বসতে পারি এক শর্তে, আমাকে একটা গোলাপ কিনে দিতে হবে
আজকে আমার বার্থডে :D

- অহ! Happy Birthday Samiya! ♥

: আবার 'অহ!' আচ্ছা,,আপনার জি,এফ আপনাকে সহ্য করে কিভাবে!!?

-আমার কোনো a,,b,,c,,d,,e,,f,,g,,, নাই slightgrin emoticon
(আমি এবার না হেসে পারলাম না)

: বাহ!! ভাল লাগল শুনে।

--ভাইয়া, গোলাপ নেন!! আপুকে দিবেন। সেদিনের ফুলওয়ালি আমিনা' আজকে আবার।

আমি একটা নিতাম। সামিয়ার পিড়া পিড়িতে দুটো তোড়া নিলাম। একটা ওর হাতে,,, একটা আমার।

-বুঝলে,, গোলাপ হাতে নীল আকাশ দেখার একটা আলাদা তৃপ্তি বোধ আছে।
লাল হল

: লাল, ভালবাসার রং। ♥
(বুঝলাম না মেয়েটা কখন 'আপনি' থেকে তুমিতে' নামিয়ে আনল আমাকে !)

- বাহ বাহ! মি. স্পিক নট ' এর মুখে তো কথা ফুটছে!! I'm impressed!!

: এই,,গোলাপ গুলো মনে হয় বাসি, দেখো।

- কিভাবে বুঝলে ?

: গন্ধ নিয়ে দেখো,,,

- তুমি দেখো আগে,, আমার ফুল টুলের গন্ধ অত ভাল লাগে না।

: আচ্ছা,আমি দেখছি। তুমিও দেখো,, দেখি আমাদের অনুভূতি একি কিনা।

এক রকম সামিয়ার জোড়া জুড়িতেই ফুলের মাঝে নাক ডুবোলাম।


- সুন্দর। নিজে নিজেই বললাম
তোমার কেমন লাগল?? :)

উত্তর দেবার মত অবস্থায় তখন মেয়েটার নেই। কাটা কলা গাছের মত থপ করে পড়ে গেল।
নি:সচিন্তে মাটিতে চিৎ হয়ে পড়ে আছে এখন।

আমিনাদের এই ফুলের ভিতর ড্রাগস দিয়ে অজ্ঞান করার ধান্দা সেদিনই বুঝে নিয়ে ছিলাম। পুলিশের ভয় দেখিয়ে ওকে দলে টানতে বেশি বেগ পেতে হয় নি আর।

বেচারি সামিয়া, জানতে ও পারল না,, ওর বিশ্বস্ত বিজনেস পার্টনার এখন আমার ক্রাইম পার্টনার slightgrin emoticon

পার্টস হাতিয়ে বুঝলাম, সকাল থেকে ৩/৪ টা ভালো দাও মেরেছে গুণবতী মেয়েটা। আমিনা খালি শেষবার ফুলের তোড়া অদল বদল করে দিয়েছে!!
লক্ষি মেয়েটা আমার ♥

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯

মধ্যবিত্তের ছেলে বলেছেন: মজা পেলুম

২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৯

মামুন্‌ বলেছেন: বাহ বাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.