নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে ছুটির দিন, তাই তাস নিয়ে কতক্ষন আড্ডা দিব,
প্রথম দিকে কয়টা তাস ছিল জানেন?
৭৮ টা,খেলার সুবিধার জন্নে পরে কমানো হয়েছে
কিন্তু জোকার আছে সেই জন্ম থেকে
পঞ্চাদশ শতকের বিভিন্ন শ্রেনি পেশার বিক্ষাত সব মানুশের প্রতিনিধি, এক একটি কার্ড,
ডায়মন্ড : ধনী শ্রেনির প্রতীক
স্পেডস: সৈনিক,স্পাডা' স্পেনিস শব্দ,অর্থ, তরবারি।
হার্টস:পাদ্রী, আগে কিন্ত এটা দেখতে পান পাত্রের মত ছিল,পরে হারট শেপ পায়।
ক্লাবস: সমাজের গরীব মানুশদের প্রতিক।ক্লাব মানে মাগুর,গরিবের মাগুর ই সম্বল।
এবার তাসের গায়ের ছবি
কিং অভ ডায়মন্ডস হলেন জুলিয়াস, নট জুলিয়াস এসেঞ্জ' ইটস 'জুলিয়াস সিজার'
কিং অভ স্পেডস হল ডেভিড,, ইয়েহ,,উনিও ডেভিড বেকহাম না,,ডেভিড,যে গেলিয়াথকে হত্যা করেছিল।
কিং অভ হারটস, ইনি রাজা শার্লেমেন,অর্ধ ইউরোপ বিজয়ী! ৮০০ খ্রৃ:
কিং অভ ক্লাবস,, ইয়েস বাডি,, ইনিই 'দা ওয়ান এন্ড ওনলি আলেকজান্ডার দি গ্রেট।
৩২৩ খ্রৃ: পৃথিবীর মানচিত্র প্রায় পুরোটাই ছিল যার তরবারির নিচে,,আলেকজেন্দ্রিয়া শহরটা কিন্তু ওনার নামেই।আগের তাসে,পুরো পৃথিবী ওনার হাতে থাকত, এখন তার আলখাল্লায় ভূ-গোলকটি আকা হয়।
কুইন অভ ক্লাবস, একমাত্র ইংলিশ নারী,, রানি এলিজাবেথ ফাস্ট।
এবার একটা মজার ইনফো দেই,,,, এই মহাবিশ্বের প্রথম ছাপানো বস্তু হল- তাস
তাস খেলা ছিল জোহান্স গুটেনবার্গ এর অন্নতম নেশা। আগের দিনে হাতে একে তাস বানাত, গুটেনবার্গ প্রথম কাঠের ফালিতে রং লাগিয়ে, ছাপ দিয়ে তাস বানান।
এভাবেই জন্ম হয় প্রেস এর ধারনা।
বেচারার ব্যাবসা বুদ্ধি কম ছিল, তাই মুদ্রন শিল্পের জনক ,শেষ জিবনে ছিলেন অনাহারে - অবলম্বন ছিল সামান্য কিছু পেনশন।
সে গল্প না হয় আরেকদিন করবনে.....
২| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসেন ভাই খেলা শুরু করি----
৩| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক দিন পর মনে করিয়ে দিলেন।
আসেন ভাই বইসা পড়ি............
৪| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
শাহিন বিন রফিক বলেছেন: এই জঘন্য খেলাটার জনককে ভাই বলতে পারেন, অনেক পরিবার ডুবে গেছে বর্তমানে হাজারো পরিবার ডুবছে এই জঘন্য খেলাটার জন্য। জনকের নাম বলেন দুইটা ---দিই।