নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলেকজান্ডার সুবিশাল সম্রাজ্যের অধিপতি,সু বিশাল পারস্য সম্রাজ্য তার পদানত, কিন্তু ভারত জয় করতে হবে তো।
তিনি একদিকে ছটফট করছেন ভারত অভিযানের জন্য, ওদিকে স্বদেশী মেসিডোনিয়ান জেনারেলরাই বেঁকে বসল:/
করবেইবা না কেনো, পরিবার পরিজনের সাথে দেখা নেই ছ'বছরেরো বেশী।
বন্ধু হেফাস্টিয়নকে বললেন,
"এই সম্রাজ্যকে আরো বড় করার সুযোগ আমাদের সামনে।অথচ বোকাগুলো আমার বিরুদ্ধে কিনা ষড়যন্ত্র পাকাচ্ছে।আর আমার স্বদেশি গুলো হচ্ছে সব চেয়ে পাজী, এখন আমি কি করি? "
বাল্য বন্ধু হেফাস্টিয়ন শুধু আক্ষেপ করে বললেন- ' এ সময় যদি আমাদের গুরু এরিস্টটল থাকতেন'
বিদ্যুত খেলে গেলো গ্রেট আলেকজান্ডার এর মাথায়! সে রাতেই এক বিশ্বস্ত সৈনিককে এথেন্সে এরিস্টটল এর কাছে পাঠালেন।
কয়েক মাস পর, ফিরে এল সেই সৈনিক। সোজা হাজির হল আলেকজান্ডার এর তাবুতে। কিন্ত দুুশ্চিতায় বদমেজাজি আলেকজান্ডারের কোনো প্রশ্নের উত্তর দিতে পারলনা ভয়ে কাচুমুচু হয়ে থাকা সৈনিক। কারন
#এরিস্টটল_সেদিন_কোনো_উত্তর_দেননি।
এরিস্টটল যেটা করেছিলেন,সৈনিকটিকে নিয়ে বাগানে আসলেন। তারপর গাছের বড় ডাল গুলো কেটে ফেললেন, যাতে ছোট ডালগুলো আলো বাতাস পায়। আর ছেঁটে ফেলা ডাল গুলো বাগানেই পুতে দিলেন। আর মুখে সৈনিকটির দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন ' এগুলো এক সময় ভাল সার হবে'
এই ঘটনাটিই সৈনিক বললেন আলেকজান্ডারকে। তিনি হাসলেন,
কারন সাবধানী এরিস্টটল, তার উত্তর দিয়ে দিয়েছেন- এমন ভাবে যাতে কোনভাবেই তা ষড়যন্ত্রকারীদের কাছে প্রকাশ না পায়।
এরপরই আলেকজান্ডার তার বয়স্ক সৈনিকদের সরিয়ে দিলেন।প্রবীন সেনাপতিদের অবসর আর প্রিয় সেনাপতি #পারমেনিয়ন, যার সাথে কাধে কাধ মিলিয়ে এত বিশাল সম্রাজ্য গড়েছেন - তাকেও দিলেন অন্যান্য ষড়যন্ত্রকারীদের সাথে মৃত্যুদন্ড।
প্রবীনদের যায়গায় আসল উদ্যোমী নতুন সেনাপতিরা। তেজোদৃপ্ত সু শৃঙ্খল এক বাহিনী নিয়ে তিনি আবার বেরিয়ে পড়লেন পৃথিবী জয়ের নেশায়।
- জীবনে চলতে চলতে প্রায়ই অনেক প্রিয় মানুষ অপ্রিয় কাজগুলো করে। বিশ্বাস ভঙ্গকারীদের কখনোই দ্বিতীয় বার সুযোগ না দেই, কারন লক্ষতো আকাশ ছোঁয়ার।
আলেকজান্ডারের মত জীবনে বুড়ো হলদে পাতার ডাল গুলো যত তাড়াতাড়ি চেনা যায়, ততই ভালো।নয়ত ফোনে ক্লাশ অফ ক্লান খেলেই তৃপ্তির ঢুকের তুলতে হবে
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: আলেকজান্ডার দি গ্রেট - বাংলা প্রকাশন - আহমেদ রাসেল, এত দূর মনে আছে
২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: বাহ !!
রুপকথা মনে হলো।
৩| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: আরো লিখার ইচ্ছে আছে
৪| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো পোস্ট।
১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: ধন্যবাদ ভাইয়া, পুরোটা পড়ার জন্যে
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৩:১২
ওয়াজেদ বিপ্লব বলেছেন: এই ঘটনার সোর্স বা রেফারেন্স দিতে পারেন?