নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটা তবে এখানেই হোক শেষ
কাগজে কলমে থাকুক ভাগশেষ
বসন্ত তব এবার নিক বিদায়
এখানেই আমি থাকব, অবশেষ..
রাতের বাতাস জানবে আমার কথা
তোমার বাড়ির সিড়ির নিচের ঘর
স্মৃতিরাও সব আসবে উড়ে,
দিতে তোমার সঙ্গ হতে
যেটুকু আমার থাকবে ,শবশেষ
এমনি করেই ফিকে হব আমি,
এমনি করেই ঘুরবে কাটার ঘর
হঠাত পথে দেখা হলে,
হয়ত চিনবে, আমায় দেখে
আমি কিন্তু থাকব তখন পর !!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। অন্ত্যমিল এড়ালে হয়ত আরো ভাল হত।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: বাহ! কবিতাটা সুন্দর! শুধু বানানগুলো চেক করতে হবে!