নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

এসো কিংবদন্তির গল্প বলি

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

.....তাড়াহুড়ো করে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন লন্ডনে কারন তার দেশে মেহমান হয়ে এসেছেন সময়ের সব থেকে আলোচিত ব্যাক্তি।

তারিখ: ৮ জানুয়ারি, ১৯৭১ বিকেল ৫টা

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হয়েছেন বঙ্গবন্ধু।
ফেরার সময়, #ব্রিটিশ_প্রধানমন্ত্রী_এডওয়ার্ড_হিথ যাবতীয় রীতি উপেক্ষা করে #বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না বঙ্গবন্ধু গাড়িতে ওঠেন।

যদিও এডওয়ার্ড হিথের এমন কাজে নাক উচু ব্রিটিশ মিডিয়ার অনেকেই সমালোচনায় মুখর ছিলেন, উত্তরে হিথ শুধু বলেছিলেন,

'আমি জানি কাকে সম্মান জানাচ্ছি, তিনি হচ্ছেন একটি জাতির মুক্তিদাতা মহান বীর। তাঁকে এই সম্মান প্রদর্শন করতে পেরে বরং আমরাই সম্মানিত হয়েছি।'

#Know_ur_legend
#এসো_কিংবদন্তীর_গল্প_বলি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

কাউয়ার জাত বলেছেন: এই কিংবদন্তির মৃত্যুতেই কি হাসিনা আপার লালঘোড়া মর্দে মন্ত্রী ইনু ভাই ট্যাঙ্কের উপরে উঠে নাচানাচি করেছিল?

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

কলাবাগান১ বলেছেন: @কাউয়ার জাত,
এই কিংবদন্তির দৃঢ়তার জন্য এখন স্বাধীন দেশে বসে ল্যাপটপে কমেন্ট করতে পারছেন...উনি না থাকলে এখনও পাকিদের বুটের তলায় পিস্ট হতেন ...তবে পাকি যদি পছন্দ..তাহলে তো কোন কথাই নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.