নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

বয়স কুড়ি

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০


বয়স কুড়ি

বয়স কুড়ি
মনটা নরম,
রক্ত গরম...
আরেহ ! চলবি শালা বুক চিতিয়ে ,..

কেন তবে এই মিন মিনে ভাব
থাকিস
বিড়াল থেকেও - অধম সেজে !

মিথ্যা -মেকি দিবি গুরিয়ে,
আসলে বাঁধা দিবি উড়িয়ে,
চলার পথের সকল দেয়াল
দে - আজ - সব গুলো গুঁড়িয়ে ।

যতই ডাকুক পিছন থেকে ,
কিংবা ধরুক কনুই চেপে
"কুছ পারওয়া " না করে তুই
চলবি বাজির ঘোড়ার তেজে।

বিপ্লবি তুই,
রাখিস মনে,
সময় থেকেও তুই এগিয়ে
আশুক যতই কালের বাধা....

জিতবি তুইইই....
দিনের শেষে ,,,!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০

বিজন রয় বলেছেন: তরুণের কবিতা।
উৎসাহের কবিতা।
জ্বলন্ত কবিতা।

++++++

২| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

এম আর তালুকদার বলেছেন: অসাধারন কবিতা।

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

আলসে হিমু বলেছেন: ভালো লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.