নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

মন্টু দায়ের দাগা

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১

মন্টুদায়ের দাগা

মন্টু দায়ের মাথায় সেদিন,
বাজ পড়েসে বেজায় জোড়ে,
সেন পাড়ার লাইলি আপার,
একি সাথে দু' জন চলে! !

বলছ কি ভাই,বলছ কি ভাই
আজিব আজিব, শুনতে লাগে,
আপুর মনের জাল- জিলাপি ,
পেচগি এত জানত কে সে??

হায়রে হরি! আসল কলি'
জগত গেল। অথৈ জলে!
জাতের মেয়ে, এমন ছিড়ি
রক্ষ্মে করো, ঠাম্মা' বলে

মন্টু দা, ভাই,,,উদাস উদাস
মন বসে না, ঘরের কাজে
দাগা ' খেয়ে, মজনু সেজে
টানছে বিড়ি, বেজায় তেজে

আমি সুধাই ' মন্টু দাদা,
করছ কি এ' সর্বনেসে
হার হামেশা লাইলি এমন
হাটে , মাঠে, ডোবায় মেলে

মন্টু দাদার। মেজাজ চড়া
মাড়ল শালা, কানের নিচে!!
এক্টু শুধু বলছি 'বাজে',,,
তাই বলে কি মারতে হবে!!!!
চোখ রাঙ্গিয়ে, চোখ পাকিয়ে
পাড়িস শুধু আমার সাথে,
থাকলে সাহস, যা না বেটা,,
মার না গিয়ে, ওটার গালে!!

বলছি তোকে, ভাইটু যেনে
এক্টু শুনিস শান্ত হয়ে :/
হাসি খুশি থাকলে তোকে
দেখতে নাকি সে'রাম লাগে !! ;)

না না ভাই!! আমি নারে
বলছি নারে নিজের থাকে! :)
উকিল বাবুর - লক্ষি' মেয়ে
বলছে এসব, বলতে তোকে ;)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

তপোবণ বলেছেন: মজার কবিতা, উপভোগ করলাম। ছন্দের মিল দারুণ।

২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মজার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.