![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে দেশে সেনা প্রধানের ভুমিকা নিয়ে অনেকের মনেই নানা রকম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার প্রতি সাধারণ জনগনের যে আস্থা বিশ্বস্ততা তৈরী হয়েছিলো, তাতে বেশ ভাটা পড়তে শুরু করেছে। আমার কাছে প্রথম যে বিষয়টি ধাক্কা লাগে সেটা হলো তার পিল খানার ইস্যুতে কোন বাট ইফ ফুল স্টপ জাতীয় বক্তব্য। খুবই অবাক হয়েছি সেদিন। যেখানে বিডিআর হত্যায় বাইরের দেশের ভাষাভাষি লোক জনের আনাগোনার প্রমাণ স্পষ্ট, যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে যে শেখ হাসিনা এবং তার সমর্থনেই দেশের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তাকে বলি দেয়া হয়েছে, সেখানে সে সেনা সদস্য হয়ে বাট ইফ বাদ দিয়ে ফুল স্টপ দিতে চান এবং প্রচলিত বিচার ব্যবস্থাই সঠিক বলে এগিয়ে নিতে চান। কাক কাকের মাংস খায় না, অথচ উনি রক্ত মাংসের একজন সেনা সদস্য হয়ে ৫৭ জন সেনা কর্মকর্তার খুনের রহস্যকে আড়ালে রেখে নিজেকে খুনি হিসাবে দাড়া করাতে চাইলেন।
৫ই আগষ্টের পর আমরা শুনেছি আওয়ামি বড় বড় নেতা কর্মি সেনানিবাসে আশ্রয় নিয়েছে। সেনা বাহিনী তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করেছে। কত জন সেইফ এক্সিট নিয়েছে। কেনো? কেনো সেনা বাহিনী এই দ্বায় কাঁধে নিলো? তাহলে কি হাসিনাকে সেইফ এক্সিট দেয়া একটি পাতানো নাটক ছিলো? হয়তো তিনি ভেবেছিলেন এই উত্তপ্ত পরিসস্থিতি সামাল দিয়েই তিনি আবার শেখ হাসিনাকে হেলিকপ্টারে উড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসিয়ে দেবেন আর সেনানিবাসে নিরাপদে থাকা তার সভাসদ বৃন্দ পুনরায় হায়েনার বেশ ধরে সংসদে প্রবেশ করে তাদের দুঃশাষন চালাবে। কিন্তু ড ইউনুস এর উপস্থিতি সব পরিকল্পনা ভেস্তে দিলো। তার কারণেই হয়তো সেনা প্রধান বা তাদের ঐ ছক ভেস্তে যায়।
দেশে এখন যে অস্থিরতার পসার তা কি এখন সেনা প্রধান ও তার অনুগত ভারতীয় চরের সৃষ্টি?
২| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাচন ব্যতীত জনগণের রায় বুঝার কোন উপায় নেই। ৫ই আগস্ট সকল জনগণ রাজপথে গন্ডগোল করেনি। অল্পকয়েকজন লোভী ২৯ মিলিয়ন খেয়ে যে ধ্বংসযজ্ঞ সাধন করেছিল সেটাকে আন্দোলন কিংবা বিপ্লব কোনটাই বলা যাবে না। আগে নির্বাচন দিন। সবগুলো দলের জনপ্রিয়তা যাচাই করে নিন।
২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৮
আহলান বলেছেন: এই নির্বাচনরে দাবীই তো সবার ছিলো ... এতো এতো উন্নয়নের কান্ডারিকে কেনো তবে পালাতে হলো ... ! ২৯ মিলিয়নের খোজ নিলেন আর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যে পাচার হয়ে গেলো, সেই খোজ পাইলেন না ... ওখানে বুঝি আপনাদের ভাগ ছিলো , যা ২৯ মিলিয়নে ছিলো না ...
৩| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১৪
কামাল১৮ বলেছেন: সেনাবাহিনী চলছে আমেরিকার কথায়।আমেরিকা যা চাইবে তাই হবে।সরকার আমেরিকার সাথে পেঁচ লাগিয়ে দিয়েছে।
২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৯
আহলান বলেছেন: এমেরিকার পা চাটে নাই শুধু আমাদের জননেত্রি ... হাস্যকর !
৪| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগকে এত ভয় কেন?
জনগন ঠিক করবে, দেশ কে পরিচালনা করবে।
২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৪
আহলান বলেছেন: আওয়ামিলীগকে কেনো এত ভয় নাকি আওয়ামিলীগের কেনো এতো ভয় ... যে যেদিক দিয়ে পারছে পালাইছে ... বিগত ১৭ বছর জনগনের কাতারে ছিলেন নাকি আওয়ামিলীগ ছিলেন .... দেশ কিভাবে পরিচালিত হয়েছে ?
৫| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতো ভাবে শতকরা পাচ জন। সেনাপ্রধানের সাথে বাকি ৯৫ ভাগ মানুষ আছে। সেনাপ্রধান জীবনের ঝুকি নিয়ে শেখ হাসিনা কে পার করেছে।
২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১০
আহলান বলেছেন: হয়তো বা হ্যা হয়তো বা না। এই ৯৫% এর বিশ্লেষন করলে হয়তো দেখা যাবে এর মধ্যে নিশ্চই আওয়মিলীগরেই ৯০ %। যেহেতু তিনি আলো দিয়ে বাতাস দিয়ে নিরাপত্তা দিয়ে আওয়ামি গুষ্টিকে সেনানিবাসে নিরাপদে আশ্রয় দিয়েছেন। কতটা লয়াল হলে এতো লাশের সাথে বেঈমানি করা যায়! জীবনের ঝুঁকি নিয়েই তো লাখ লাখ জনতা রাস্তায় নেমেছে, মরেছে , পুড়েছে ... তার জীবনের কি ঝুঁকি কোন দিক থেকে ছিলো?
৬| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেনাপ্রধানের উচিত একটু শক্ত হয়ে এসব দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা। এরা দেশটাকে ধ্বংস করছে।
৭| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৩২
ধুলো মেঘ বলেছেন: সেনাবাহিনী ভারতকে ভয় পায়। ভারতীয় দাদাবুরা যা বলবে - তা মেনে নিতে সেনাবাহিনী বাধ্য। এটা বুঝতে সবজান্তা হওয়া লাগেনা।
৮| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩৮
মেঠোপথ২৩ বলেছেন: এখনও কি করে এই ব্যক্তি সেনা প্রধান হিসাবে টিকে আছে , এটাই বিড়াট প্রশ্ন। সব কিছু প্রকাশ পাবার পরেও তিনি কেন পদত্যাগ করছে না ?