নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

যে দেশে গাড়ি চলে হাতের ইশারায় সেখানে সবুজ সংকেত নিছক এক তামাশা

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

বাংলাদেশ থেকে ফেইসবুক ব্যাবহারে যেদিন ডিজিটাল ব্যারিকেড বসানো হয়ে ছিল, তখন বিনা অসন্তোষে মেনে নিয়েছি আমরা। জন স্বস্থির কথা বিবেচনা করে। মনের ভেতর কোন প্রকার সন্ত্রাস লালন করি না, একজন ছাপোষা নাগরিক আমি। এই কতদিন বিকল্প কোন উপায়ে ফেইসবুকে ঢোকারও চেষ্টা করিনি, কিন্তু সবুজ সংকেতের অপেক্ষায় অপেক্ষায় এখন বিরক্ত বোধ করছি। আমরা সকলেই জানি বাংলাদেশে সবুজ সংকেতে রাস্তায় কখনো গাড়ী ঠিকঠাক চলে না। ক্ষমতা থাকলে এদেশে উল্টো ট্রাফিকেও গাড়ি গড় গড় করে চলে। লাল বাতির নিচে দাড়িয়ে ট্রাফিক ইশারা দেয় গাড়ি চলবার…

জনপ্রতিনিধিরা যখন জনতার কথা বলা ভুলে গিয়ে তেলবাজিতে লিপ্ত থাকতে বেশী স্বচ্ছন্দ বোধ করেন তখন ফেইসবুকের ওয়াল হয়ে যায় কোটি মানুষের কন্ঠস্বর। এর মাঝে কত জন জঙ্গী সন্ত্রাসী? বেশীর ভাগই তো ছাপোষা আম জনতা! "ফেইসবুক নেশা" এমনতর ফতোয়াবাজিও চালানো হচ্ছে। বই পড়াওতো নেশা! নাটক করা ওতো নেশা! গান, গল্প, কবিতা... ফেইসবুক নিয়ে যা ভাবনা চিন্তা হচ্ছে সেটা এখন তামাশার মত লাগছে। বায়ুতে দুষন থাকলে বায়ু বন্ধ করে দুষন বাছা কোন কাজের কাজ নয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

অতঃপর হৃদয় বলেছেন: হুম সব ই বুজলাম। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করব, আমাদের কথা কেউ শুনে না।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের কথা শুনার কেউ নেই।

উনাদের নিজেদের জন্য যা ভাল তাই করেন।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

প্রান্তিক জন বলেছেন: দেশটা অবশেষে মৌলবাদী পাকিস্তান রাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করছে, ভাবলে অবাক লাগে।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

রুদ্র জাহেদ বলেছেন: এখানে অনিয়মটা বুঝি নিয়ম হয়ে যাচ্ছে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.