নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

"বাংলাদেশের হৃদয়" মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৯



Officially selected to screen in the section "Documentaries of the World" at the 38th Montreal World Film Festival 2014

৩৮তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব ২০১৪ এর "বিশ্বের প্রামাণ্যচিত্র" বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত।

স্বল্প দৈর্ঘ প্রমাণ্যচিত্র "বাংলাদেশের হৃদয়" আগামী আগষ্ট-সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় আটত্রিশতম মন্ট্রিয়ল বিশ্বচলচ্চিত্র উৎসবে(The Montreal World Film Festival ) বিশ্বের প্রামাণ্যচিত্র (DOCUMENTARIES OF THE WORLD) বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ২১ আগষ্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্য্যন্ত বারো দিন ব্যাপী মর্যাদাপূর্ণ এ উৎসবে স্থান পাচ্ছে পৃথিবীর শতাধিক দেশের স্বল্প মাঝারি ও পূর্ণ দৈর্ঘের নির্বাচিত কাহিনী ও প্রামাণ্য চলচ্চিত্র। কানাডার স্বাংস্কৃতিক রাজধানী মন্ট্রিয়লের এই বিশ্ব চলচ্চিত্র উৎসব হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার্স এ্যসোসিয়েশন FIAPF অনুমোদিত সমগ্র উত্তর আমেরিকার একমাত্র প্রতিযোগীতামুলক চলচ্চিত্র উৎসব।





বিষয় সংক্ষেপ: ১৯৭১ সালে ধর্মের ভিত্তিতে পঠিত রাষ্ট্র ভেঙ্গে ভাষা তথা সংস্কৃতির ভিত্তিতে জন্ম হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৪২ বছর পর ২০১৩ সালে বাংলাদেশে একটি বিশাল গন জাগরন হয়। মুলত সোস্যাল মিডিয়ার কারনে এই জাগরণ অতি অল্প সময়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক ভাবে ছড়ায়। এই আন্দোলনটি আরব স্প্রিংএর মতো কোন সরকার পতনের আন্দোলন ছিলনা। ৪২ বছর আগে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন। সহসাই এই আন্দোলনের বিপরীতে অবস্থান নেয় ধর্মভিত্তিক রাজনৈতিক চিন্তাধারার মানুষজন।

ধর্মভিত্তিক রাষ্ট্র অস্বীকার করে একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে জন্ম নেয়া বাংলাদেশ রাষ্ট্রটি ৪২ বছর পর আবারো কী তার জাতি পরিচয় সংকটের মুখোমুখি হলো?

শাহাবাগের গনজাগরণ বাংলাদেশের ইতিহাসে এযাবত কালের সর্ববৃহত ডকুমেন্টেড আন্দোলন। মিডিয়ার প্রয়োজনে মিডিয়া যেমন একসময় শাহাবাগের রাস্তায় এসএনজি ভ্যান সহ উপস্থিত হয় তেমনি প্রয়োজন ফুরালে আবার তারা বিদায় নেয়। শাহাবাগের রাস্তায় আর চা'দোকানে আবেগ উত্তেজনায়, ক্ষোভ অভিমানে ক্যামেরা হাতে আমি ও আমরা রয়ে যাই। রয়ে যায় ৫ ফেব্রুয়ারী বিকেলের দ্রোহ আর দ্রোহের মশাল হতে মানুষগুলো। শাহাবাগের জাগরণ এযাবত কালে বাংলাদেশের সবচেয়ে বড় গনজাগরণও বটে। আমি ক্যামেরা হাতে প্রায় আমার সমবয়সি বাংলাদেশকে বুঝতে চেষ্টা করেছি। শাহাবাগে আসা মানুষের চোখে হয়ত স্বপ্নের বাংলাদেশকে খুজতেও চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের হৃদয়ে, নিত্য দিনের জীবন সংগ্রামে যে দেশ সেই বাংলাদেশের ছবি কি শাহাবাগের রাস্তায় দাড়িয়ে তোলা যায়?



ফেইসবুক: https://www.facebook.com/bdridoy

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪

কেএসরথি বলেছেন: HRIDOY হলে ভালো হতো।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

লাল দরজা বলেছেন: হুম, কথা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.