![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
৩ এপ্রিল বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সাল ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আইন পরিষদে চলচ্চিত্র উন্নয়ন বিল উত্থাপন করেন। বঙ্গবন্ধু তখন শিল্প-বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সেদিনের সেই উদ্যোগের ফলে পরবর্তীতে এফডিসি প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসেবে ঘোষণা করেন। সেই থেকে এই দিবসটি প্রতি বছর ঘটা করে উদযাপন করা হচ্ছে। ‘এগিয়ে চলি ভবিষ্যৎ সৃজনে’ এই স্লোগানে এ বছর তৃতীয় বারের মত জাতীয় চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে।
র্বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসি সৃষ্টি হতে আজ অবধি প্রায় আড়াই সহস্রাধিক চলচ্চিত্র বাংলা ভাষায় এই প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কারিগরী সহযোগীতায় নির্মীত হয়েছে। এক সময় সমস্ত বাংলাদেশে ১৫০০ এর অধিক সিনেমা হল বা প্রেক্ষাগৃহ ছিল। আজ সেখানে সমগ্র বাংলাদেশে সর্বমোট পাঁচ শত প্রেক্ষাগৃহের ও নিচে নেমে এসেছে এর সংখ্যা। এর মাঝে সারা দেশে হাতে গোনা গুটি কয় সিনেমা হল ছাড়া বাকী সব গুলো প্রেক্ষা গৃহের অবস্থা জীর্ন দীর্ন ও প্রায় সিনেমা প্রদর্শনের অনউপযোগী। অধুনা চলচ্চিত্রকে সরকারীভাবে শিল্প হিসেবে ঘোষণা করা হয়। চলচ্চিত্র মাধ্যমে যে ধ্বংশ নেমে ছিল বিগত কয় দশকে দর্শক হয়ে ছিল হল বিমুখ। ধ্বসে পড়েছে একে একে ছায়াছবি প্রেক্ষাপনের গৃহ আর রূপালী পর্দা গুলো। ইদানিং মৃলত গত ক'বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্র আবার ঘুরে দাড়াতে চেষ্টা করছে। আমাদের চলচ্চিত্রের প্রবীন ও এক ঝাক নবীন নির্মাতারা প্রযুক্তির পালা বদলের এই সময়ে নতুন করে বাংলাদেশের সিনেমাকে নতুন করে নির্মানের সংগ্রামে নেমেছেন। আমরা আধির হয়ে সেই নতুন দিনের সিনেমা দেখবার অপেক্ষায় ...
আমার বন্ধুরা যারা আমাকে জানেন, তারা ব্লগ/ ফেইসবুকের সুবাদে একটু আধটু জানেন আমার শৈশবের সিনেমা নিয়ে সিনেমা ম্যানিয়ার কথা। আমার সেই সিনেম্যানিয়া নিয়ে তৈরী বাইশ মিনিটের এই প্রামান্যচিত্র। ছবিটি নির্মান কাল ২০০৯ সিনেমা হল গুলো এখনো সেই একই চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। ২০০৯ সালের পর হতে আজ পর্য্যন্ত আরো সিনেমা হল বন্ধ হয়ে গেছে নির্মীত হয় নাই একটি নতুন প্রেক্ষাগৃহ আর। আশার কথা, বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের সিনেমা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। সিনেমা নিয়ে জাতীয় ভাবে একটি দিন পালন হলে আমরা আরো বেশী করে যেন সিনেমার কথা ভাবতে পারি। জাতীয় চলচ্চিত্র দিবসের এই দিনে আমরা আজ বলি, 'এগিয়ে চলি ভবিষ্যৎ সৃজনে’। জয় বাংলাদেশের সিনেমা!
সিনেমানিয়া : CINEMANIA
Director: Saiful Wadud Helal // Duration: 22 min. // Format: HDV e-mail: saiful@mac.com A Mira Media Production.
Hundreds of cinema theatre throughout the country that have been bulldozed to make way for residential buildings and shopping malls. Despite a rich legacy, Bangladesh film industry has suffered a serious setback in the wake of tasteless, vulgar, and violent content, causing audience to resort to home entertainment, satellite, and international films. Set in old Dhaka, where the nation's first silent film was premiered, this film showcases the reality facing the Bangladesh film industry today.
০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
লাল দরজা বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।
২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! গুরুত্বপূর্ণ একটা পোস্ট।
০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
লাল দরজা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাংলাদেশ নিয়ে অনেক আশা দেখি, দেখি অনেক স্বপ্ন। সিনেমা শিল্প তেমন কিছু। আশা করি অনেক ভাল কিছুর।
০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
লাল দরজা বলেছেন: শুভকামনা।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:২১
বিদ্রোহী বাঙালি বলেছেন: 'এগিয়ে চলি ভবিষ্যৎ সৃজনে’। জয় বাংলাদেশের সিনেমা!
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা।
প্রামাণ্যচিত্রটা দেখে অনেক কিছু জানলাম। তবে প্রামাণ্যচিত্রের কোথাও কোথাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব বেশী ছিল বলে উপস্থাপকের কথাগুলো ঠিকভাবে শুনতে সমস্যা হয়েছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৪:১০
লাল দরজা বলেছেন: অন্তত ২/৩ টি যায়গায় রাস্তার নয়েজ কে ম্যানেজ করে কাজ করা সম্ভভ হয় নাই। কষ্ট করে একটু খেয়াল করলে শুনতে পাওয়া যায়।
ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। জয় বাংলাদেশের সিনেমা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
ভাসা মেঘ বলেছেন: এগিয়ে চলি ভবিষ্যৎ সৃজনে’। জয় বাংলাদেশের সিনেমা!
পোষ্টের জন্য ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৮
লাল দরজা বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: বাসায় যেয়ে দেখবো।
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৯
লাল দরজা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১
মামুন রশিদ বলেছেন: জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা । বাংলা সিনেমায় সোনালী অতীতের সেই দ্যুতি আবার ফিরে আসুক ।