নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

কান্ডজ্ঞান বর্জিত উন্মাদ সিনেমা, গুন্ডে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০



হিন্দি সিনেমা গুন্ডা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। কি আছে সিনেমায় তাই দেখতে গিয়েছিলাম। দেখে এলাম হিন্দি সিনেমা গুন্ডে।



গত ক'বছর ধরে বলিউডের সিনেমার শনি লেগেছে। এক্সপেরিমেন্ট এর নামে পাগল হয়ে গেছে বিশ্বের সর্ববৃহত মুভি ইন্ডাস্টি্রর ধারক বাহকেরা। সেজন্যই তারা বানানো শুরু করেছে গুন্ডের মত সিনেমা।

ছবির শুরুতে যথারীতি ডিসক্লেইমারে লেখা ছিল, এই ছবির সকল চরিত্র কাল্পনিক ... গুন্ডে ছবির শুরু ঢাকা ডিসেম্বর ১৯৭১ আর জানুয়ারী ১৯৭২ এ জেনেভা ক্যাম্প। অলীক এক সেট দেখানো হয়। বলা হয় ১৬ ডিসেম্বর ১৯৭১ পাক ভারতের তৃতীয় যুদ্ধ শেষ হয় এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। ছবির নায়ক জেনেভা ক্যাম্পে আশ্রয় নেয়া দুই নন বেঙ্গলি নন মুসলিম শিশু বালা আর বিক্রম। যেখানে সদ্য স্বাধীন বাংলাদেশ আর্মির এক মুসলিম সদস্যকে দেখানো হয় এই দুই শিশুর এক শিশু বিক্রম কে ধর্ষন উদ্দত। অপর শিশু বালা খুন করে বাংলাদেশ আর্মির সেই সদস্যকে। তার পর বালা আর বিক্রম কোলকাতাগামী এক ট্রেনে উঠে কোলকাতা, ভারতে চলে যায়। ১৯৭২ সালের জানুয়ারী মাসে ঢাকা থেকে ভারতগামী ট্রেনের গায়ে ইংরেজী অক্ষরে লেখা থাকে DHAKA.

১৯৭২ এ ঢাকা যে DHAKA ছিলনা নুন্যতম এই ধারনাটাও নির্মাতার নেই। এমন কান্ডজ্ঞান নিয়ে একটি আগাগোড়া বাস্তবতা বর্জিত সিনেমার গল্পে কেন একটি ঐতিহাসিক ঘটনা ও প্রেক্ষাপট জোরজবরদস্তি ভাবে আনতে হবে তার কারণ মোটেও বোধগম্য নয়! ফেইসবুকে দেখলাম এরই মাঝে নিন্দাবাদ শুরু হয়েছে প্রতিবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির। অপমান করা হয়েছে বাংলাদেশের মানুষের ত্যাগতিতিক্ষা আর গৌরবের মুক্তিযুদ্ধকে। প্রকৃত এই ছবিটি আগাগোড়া বিচারে চুড়ান্ত এক মস্তিষ্ক বিকৃতি। এ ছবি যেমন অযাচিত ভাবে বাংলাদেশের ইতিহাস নিয়ে ফাজলামো করা হয়েছে তেমনি ফাজলামো করা হয়েছে ভারতের বিশেষ করে কোলকাতার বাঙালিদের সাথে। অপমান করা হয়েছে মা দূর্গা, মা কালি আর মাদার তেরেসাকে। অপমান করা হয়েছে পশ্চিম বাংলার কমিউনিষ্ট পার্টি ও পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারকে। বলিউডের এক দল অশ্লিল সিনেমা অলারা সিনেমায় বৈচিত্র খুঁজতে গিয়ে আর পয়সা কামাতে চেয়ে যা ইচ্ছা তাই দিয়ে যা পারা যায় তাই করা শুরু করেছে। করতে করতে কোথায় এসে থামতে হবে, কি করবে আর কি করবে না তার হুশ জ্ঞান বেমালুম হারাতে বসেছে। নয়তো কোটি কোটি টাকার শ্রাদ্ধ করে এমন গার্বেজ কেন নির্মান করতে যায় কেউ? আর ভারত সরকারও ব্যাবসায়ের নামে দিব্যি লাগাম ছেড়ে দিয়ে রেখেছেন! বিগত বেশ ক'বছর যাবত হলিউডের কারিগরি আর ভারতীয় নির্মাতারা মিলে বদহজম চলচ্চিত্রের নির্মানের মচ্ছব লাগিয়ে রেখেছে তারই সর্বশেষ নমুনা আলোচ্য সিনেমা গুন্ডে।

বলিউড যখন একেরপর এক এমন অসুস্থ ছবি নির্মাণ শুরু করেছে তখন আমাদের এদিকে বাংলাদেশের একদল ভারতীয় সিনেমাকে বাংলাদেশে ঢোকানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে! তাদের বলতে চাই, বাংলাদেশের সিনেমা নিজেরমত করেই তৈরি হউক নিজেরমত করে উঠে দাড়াক দরকার নাই ভারতের এই কান্ডজ্ঞান বর্জিত উন্মাদ সিনেমার আমদানী। আর সেই সাথে গুন্ডে ছবির মত এমন অনর্থ নির্মানের সাথে জরিত সংশ্লিষ্ট সকলের মানসিক আরোগ্য কামনা করি। গেট ওয়েল সুন পিপল।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: ভালো বিশ্লেষণ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

বেলা শেষে বলেছেন: Good explaination, but we have to do something, but what?
...good luck.
...up to next time.

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: গুন্ডে ছবির মত এমন অনর্থ নির্মানের সাথে জরিত সংশ্লিষ্ট সকলের মানসিক আরোগ্য কামনা করি।
@ বেলা শেষে এবং সবাই যারা এই পোষ্টে আসবেন
Click This Link
এই লিঙ্কের ইভেন্টে যোগ দিন ,অনলাইনে কিভাবে প্রাথমিক প্রতিবাদ করা যাবে সেটা একটা স্টিকি স্ট্যাটাসে দেয়া আছে !

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

সুমন জেবা বলেছেন: বাংলাদেশের সিনেমা নিজেরমত করেই তৈরি হউক নিজেরমত করে উঠে দাড়াক দরকার নাই ভারতের এই কান্ডজ্ঞান বর্জিত উন্মাদ সিনেমার আমদানী। আর সেই সাথে গুন্ডে ছবির মত এমন অনর্থ নির্মানের সাথে জরিত সংশ্লিষ্ট সকলের মানসিক আরোগ্য কামনা করি। গেট ওয়েল সুন পিপল।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

জামাল কুরাইশ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ব্যবসা করে, ক্ষমতায় যায়, শাহবাগ ভরে - তারা কোন প্রতিবাদ করবে কি ??? তাদের আব্বারা চেতনা নষ্ট করলে তার প্রতিবাদ করা যায় না ?

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

মাঘের নীল আকাশ বলেছেন: দেখতে হবে তাইলে ... =p~ =p~ =p~

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

মশিউর রহমান" বলেছেন: বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদ করা উচিত।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

মুদ্‌দাকির বলেছেন:

ইন্ডিয়ান টিভি প্রোগ্রাম, মুভি , ক্রিকেট কমেন্ট্রি যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে খারাপ কিছুর তুলনা মানেই বাংলাদেশ বা বাংলাদেশি কেউ !!!! এমন কি কোলকাতার মানুষ জন ও তাই করে!!! তাই এ আর নতুন কি??? আর ১৯৭১ এর যুদ্ধ উনারা আগা গোরাই পাক-ভারত যুদ্ধই মনে করেন, এতে নতুন করে টনক নড়ার কিছুই দেখছি না!!!! তবুয় এক শ্রেনীর মানুষ ইন্ডিয়া বলতেই পাগল, এবং তারা সব সময়ই ইন্ডিয়াকে মহান এক ত্রাতাই মনে করেন !!!!

আসলে ওদের সাথে রাগ করার বা ওদের কাজের প্রতিবাদ করার চেয়ে আমাদের উচিৎ হবে সব কিছুতেই, আই মিন সব কিছুতেই ওদের চেয়ে ভালো করার চেষ্টা করা। হয়ত ১ কি ২ বছরে হবে না কিন্তু পরিকল্পনা নিয়া চেষ্টা করলে ২০ বছরে হয়ত সকল বিষয়ে ওদের কে পিছনে ফেলা বাংলাদেশের জন্য কিছুই না!!! তবে ভুলে গেলে চলবে না যে এই সময়ে তারাও সামনেই বাড়বে। এটাই বাস্তবতা।

আর বাস্তবতা এও যে বাংলার মা-বোন রা কোন বলিউড মুভি বা সিরিয়ালই বাদ দিবেন না!!!

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আসলে ওদের সাথে রাগ করার বা ওদের কাজের প্রতিবাদ করার চেয়ে আমাদের উচিৎ হবে সব কিছুতেই, আই মিন সব কিছুতেই ওদের চেয়ে ভালো করার চেষ্টা করা। হয়ত ১ কি ২ বছরে হবে না কিন্তু পরিকল্পনা নিয়া চেষ্টা করলে ২০ বছরে হয়ত সকল বিষয়ে ওদের কে পিছনে ফেলা বাংলাদেশের জন্য কিছুই না!!! তবে ভুলে গেলে চলবে না যে এই সময়ে তারাও সামনেই বাড়বে। এটাই বাস্তবতা।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

নিশাত তাসনিম বলেছেন: অত্যন্ত দুঃখজনক । আপনারবিশ্লেষণ ভালো লাগলো।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

অগ্নিপাখি বলেছেন: বলিউড এর এইসব তৃতীয় শ্রেণীর আবর্জনা দেখবার ইচ্ছা কখনও হয় নাই। আর এইভাবে ইতিহাস বিকৃতি করে আমাদের গৌরবের মুক্তিযুদ্ধকে অপমান করবার জন্য ওইসব অশিক্ষিত মানসিক অসুস্থ লোকদের ধিক্কার।
আর যারা বিশ্বায়ন এর নাম করে বাংলাদেশে ভারতীয় "ছিঃনেমা" ঢোকানোর জন্য তৎপর তাদের প্রতি তীব্র ঘৃণা।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: সহমত।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

আমিজমিদার বলেছেন: শ্লারা তো বিপবিপবিপ, কিন্তু প্রতিবাদ জানামু ক্যাম্নে?

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১২

খেয়া ঘাট বলেছেন: কান্ডজ্ঞান বর্জিত উন্মাদ সিনেমা, গুন্ডে
++++++++++++++++

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

শাহ আজিজ বলেছেন: পাকিস্থান ও বাংলাদেশে ঘাটি গেড়ে থাকা বিহারিদের অর্থায়নে ও অনুনয় বিনয় এই ছবি তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস । আমাদের দেশপ্রেমিক শর্ট ফিল্ম বানানেওয়ালারা বিহারিদের ৭১এর ভুমিকা ও এখনো "চুতিয়া বাঙ্গাল" গালি প্রদানকারী দের নিয়ে ছবি বানান । এরাই একদিন বাঙ্গালিদের উপর হামলা করবে । জেনেভা ক্যাম্প অপরাধের সূতিকাগার । এখনি সময় , চাইলে সাহায্য করব ঘটনা ও শ্রম দিয়ে ।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
এই মুভির ডিরেক্টর আলি জাফর পাকিস্তানি সো অবাক হই নাই

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

নীল ভোমরা বলেছেন: পুরাপুরি বাণিজ্যিক একটি ছবিতে বিকৃত ইতিহাস ঢুকানোর দরকার কি ছিল?!..... নাচে-গানে ভরপুর হলেই-তো দর্শকের পকেট কাটার জন্য যথেষ্ট ছিল!

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ২০০০ সালের শুরুর দিকে আমি বাংলাদেশের কিছু ছেলে মেয়েদের পড়াতাম যারা কিনা ভারতের দার্জিলিং জেলার কালিম্পং এর একটি স্কুলে পড়ত (ICSE)।

ওদের পাঠ্যবইয়ে তখনই আমি পড়েছি, ইতিহাস বইগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবেই পড়ানো হয়। ওদের প্রতিটা শিশু কিন্তু এই ইতিহাস পড়েই বড় হচ্ছে। তাই তাদের কাছে এই সিনেমা মোটেও অবাস্তব মনে হবে না !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.