![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
আমাদের ছোটবেলায় আবাহনী-মোহামেডান ফুটবল খেলা মানেই ছিল রক্তক্ষয়ী মারামারি। স্টেডিয়াম এলাকা জুড়ে জ্বালাও পোড়াও, রক্তারক্তির তান্ডব। আবাহনী-মোহামেডানের এক একবার খেলতে যাওয়া মানে ত্রাস তৈরী হতো স্টেডিয়াম এলাকা জুড়ে। সেই আগুন ছড়াতো পাড়া মহল্লায়ও। মানুষও মরেছে তখন খেলায় হারজিত নিয়ে। স্টেডিয়াম এলাকা জুড়ে সে এক ভয়াবহ পরিবেশ র্সৃষ্টি হতো। তার পর কোথা থেকে কি হয়ে গেল! সময় গড়ালো। বাংলাদেশের মানুষ দলাদলি ভুলি দলবদ্ধ ভাবে তাঁদের গৌরব আবিষ্কার করল। ফুটবলে নয় ক্রিকেটে।
যে খেলাটি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দিয়েছে, বাংলাদেশের মানুষ সকল দলাদলি রেখে অন্তরের অন্তস্থল হতে সকল আবেগ নিয়ে একে অন্যের হাত ধরে টীম বাংলাদেশের সাপোর্টার হয়ে গেল। হুম আবাহনী মোহামেডান সেই দল গুলি এখনো আছে। এখনো তারা ক্রিকেট, হকি, ফুটবল সবই খেলে। তাতে কারো কোন সমস্যা নেই। যখন টীম বাংলাদেশের কথা আসে তখন কেবা আবাহনী আর কেবা মহামেডান! কেবা আওয়ামীলীগ আর কেবা বিএনপি! কারো কোন বেইল থাকেনা। আমরা তখন সবাই বাংলাদেশ। আমরা তখন সবাই টাইগার!
জানি রাজনীতি কোন ক্রিকেট খেলা না। তবে এও প্রমান করেছে বাংলাদেশের টাইগার আর তাঁদের সাপোর্টাররা আর তা হলো এই খেলা বাংলাদেশের বর্তমান রাজনীতি হতে অনেক অনেক অনেক বড়। এই খেলা যা পারে তা হলো বাংলাদেশের প্রতিটি মানুষকে ধর্ম, বর্ন, জাত, পাত, রাজনৈতিক স্থুলতার উদ্ধে উঠে দেখতে পারে, দেখাতে পারে। বিশ্ব দরবারে ১৬ কোটি মানুষকে নিয়ে মাথা উঁচু করে দাড়াতে পারে।
আমার সবসময় মনে হয় আজো মনে হলো, বাংলাদেশের অবস্থা এমন জ্বালাও পোড়াও ভাঙচুড় আর বেশী দিন থাকবে না। বাংলাদেশ ঠিকই এক দিন এই নাদান দলকানা দলবাজী থেকে ঠিকই বেরিয়ে অনেক অনেক দূর এগিয়ে যাবে সন্মানের সাথে। তখন আওয়ামীলীগ, বিএনপি সবই থাকবে যার যার যায়গায়। আর সবার উপরে থাকবে বাংলাদেশ আর বাংলাদেশের ১৬ কোটি সাপোর্টার। পরিহাস করে বলবে তখন মানুষ, এমনো সময় ছিল বাংলাদেশে যখন মানুষ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতো। তখন ইতিহাসের আস্তাকুরে যাবে আজকের এই প্রতিহিংসা আর প্রতিহিংসার রাজনীতি। সেদিন আর কেউ আমাদের জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। দাবায়ে রাখতে পারবে না।
নিশ্চয় সেদিন বেশি দুরে নয়। নিশ্চয় তেমন দিন আমরা সকলে মিলে দেখতে পাবো এক দিন। আমরা জিততে পারি। জয় আমাদের হবেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
কালবৈশাখীর ঝড় বলেছেন: Click This Link